লন্ডনে অস্ত্রোপচার, ৬ মাস বাইরে ঋষভ

Must read

মুম্বই, ৫ জানুয়ারি : বুধবার মুম্বইয়ে (Mumbai) নিয়ে আসা হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant- London)। বিসিসিআই-এর উদ্যোগে ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটারকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে (Kokilaben Dhirubhai Ambani Hospital )। জোড়া অস্ত্রোপচার হবে ঋষভের। তার জন্য অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
ক্ষতিগ্রস্ত হাঁটু ও গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে। লন্ডনেই হবে অস্ত্রোপচার। তবে কবে হবে, তা স্পষ্ট করে বলা সম্ভব নয়। আগে শরীরের বাইরের অংশের আঘাত সারিয়ে তুলতে হবে। এর মধ্যেই সোনাজয়ী প্রাক্তন ভারতীয় শ্যুটার অভিনব বিন্দ্রা (abhinav bindra) বিসিসিআই-কে পরামর্শ দিয়েছেন, শুধু শারীরিক ধাক্কা কাটিয়ে উঠতেই নয়, মনস্তাত্ত্বিক সমর্থনও ঋষভকে (Rishabh Pant- London) দিক বোর্ড। বিন্দ্রা লিখেছেন, ‘‘বোর্ড ঋষভের দেখভালের দায়িত্ব নিয়েছে দেখে ভাল লাগছে। তবে সুস্থ হতে মনস্তাত্ত্বিক সমর্থনও জরুরি। সেটা করুক বোর্ড।’’
বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘দেরাদুনের হাসপাতালে ঋষভের (Rishabh Pant) বিশ্রাম হচ্ছিল না। তাই ওকে মুম্বইয়ে আনা হয়েছে। এখানে পরিবারের সদস্যরা ছাড়া কেউ দেখা করতে পারবে না। চিকিৎসকরা ঋষভকে বিদেশে নিয়ে যাওয়ার মতো ফিট মনে করলেই লন্ডনে পাঠানো হবে। তার আগে শরীরের বাইরের ক্ষত সেরে ওঠা প্রয়োজন। তারপর ডাঃ পারদিওয়ালা এবং ওঁর মেডিক্যাল টিম চিকিৎসার পরবর্তী পর্যায় ঠিক করবে। অস্ত্রোপচার হবে ঋষভের হাঁটু ও গোড়ালিতে। এরপর রিহ্যাব প্রক্রিয়া। অন্তত ৬ মাস ওকে মাঠের বাইরে থাকতে হবে।’’

আরও পড়ুন-সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

Latest article