মুম্বই, ১৫ জানুয়ারি : যা পরিস্থিতি, তাতে গোটা বছরটাই মাঠের বাইরে কাটাতে হবে ঋষভ পন্থকে (Rishbh Pant)। এমনটাই মত চিকিৎসকদের। পন্থের লিগামেন্টের চোট রীতিমতো গুরুতর। ইতিমধ্যেই দু’বার অস্ত্রোপচার হয়েছে। আগামী ছ’সপ্তাহের মধ্যে আরও একবার অস্ত্রোপচার হবে। তাই ২০২৩ সালে পন্থের মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
ভারতীয় ক্রিকেট তারকা এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রথমে তাঁর ডানপায়ের হাঁটু ও পরে গোড়ালিতে অস্ত্রোপচার হয়। এবার পন্থের ডানপায়ে আরও একটি অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক বৈভব দাগা। এই তিনটি অস্ত্রোপচারের ফলে অন্তত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে পন্থকে। ফলে এই বছর তাঁর পক্ষে মাঠে ফেরা সম্ভব নয়।
হাসপাতালের তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে, “ঋষভ পন্থ (Rishbh Pant) কবে মাঠে ফিরবেন, তা এই মুহূর্তে বলা কঠিন। পুরোটাই নির্ভর করছে তৃতীয় অস্ত্রোপচার কতটা সফল হয় তার উপরে।” প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। প্রাণে বেঁচে গেলেও, গুরুতর আহত হন। প্রথমে দেরদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৪ জানুয়ারি তাঁকে মুম্বই উড়িয়ে আনা হয়।
আরও পড়ুন-আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেন