প্রধানমন্ত্রীর গদির আরও কাছে ঋষি

এই নিয়ে মোট তিন দফা নির্বাচন হল। সোমবার ৩৫৮টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ে অক্সফোর্ড স্নাতক ঋষি সুনকের পক্ষে।

Must read

প্রতিবেদন : পদত্যাগী প্রধানমন্ত্রী বরিস জনসন যাই বলুক না কেন, কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ফের জয় পেলেন ঋষি সুনক। বৃহস্পতিবারের পর সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় আরও এক প্রতিযোগীকে হারিয়ে এগিয়ে গেলেন ঋষিই। তৃতীয় রাউন্ডের শেষে বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই ভারতীয় বংশোদ্ভূত৷ সব ঠিক থাকলে ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন।

আরও পড়ুন-শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাজিথ

কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন বরিস জনসন৷ ৭ জুলাই তাঁর পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ দলের বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় উঠে আসে৷ এই দৌড়ে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক-সহ মোট ৮ জন৷ যার মধ্যে চারজন ব্রিটিশ বংশোদ্ভূত, দু’জন ভারতীয় বংশোদ্ভূত, একজন নাইজেরীয় এবং একজন কুর্দ বংশোদ্ভূত৷ এই আট প্রতিযোগীর মধ্যে চারজন ইতিমধ্যেই বাদও পড়েছেন। লড়াইয়ে টিকে আছেন এখনও চারজন। তবে এই মুহূর্তে মূল লড়াইটা হচ্ছে ঋষির সঙ্গে পেনি মর্ডান্টের। তৃতীয় স্থানে থাকা লিসা ট্রুজ প্রথম দু’জনের তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন সোমবার ছিল কনজারভেটিভ আইন প্রণেতাদের ভোটের পালা। এই নিয়ে মোট তিন দফা নির্বাচন হল। সোমবার ৩৫৮টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পড়ে অক্সফোর্ড স্নাতক ঋষি সুনকের পক্ষে।

Latest article