প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন ঋষি

মাসের শুরুর দিকে হওয়া সমীক্ষার ফলাফলের সঙ্গে বুধবার প্রকাশ হওয়া ফলাফলের হুবহু মিল রয়েছে। দুই সমীক্ষাতেই দেখা গিয়েছে, সুনাকের তুলনায় এগিয়ে রয়েছেন লিজা।

Must read

প্রতিবেদন: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ক্রমশই পিছিয়ে পড়ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। টোরি ভোটারদের মধ্যে হওয়া সর্বশেষ সমীক্ষায় দেখা গিয়েছে, পরবর্তী প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দেশের বিদেশ সচিব লিজা ট্রুস। অগাস্ট মাসের শুরুর দিকে হওয়া সমীক্ষার ফলাফলের সঙ্গে বুধবার প্রকাশ হওয়া ফলাফলের হুবহু মিল রয়েছে। দুই সমীক্ষাতেই দেখা গিয়েছে, সুনাকের তুলনায় এগিয়ে রয়েছেন লিজা।

আরও পড়ুন-ঝাড়খণ্ডে ১৫ বন্দিকে মৃত্যুদণ্ডের সাজা

অগাস্টের শুরুতে যে সমীক্ষা করা হয়েছিল তাতে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষি ২৬ শতাংশের সমর্থন পেয়েছিলেন। লিজা পেয়ছিলেন ৫৮ শতাংশের সমর্থন। মাত্র ১২ শতাংশ কাউকেই সমর্থন করার বলেননি। কিন্তু সর্বশেষ সমীক্ষা বলছে, ২৮ শতাংশের সমর্থন রয়েছে ঋষির দিকে। ৬০ শতাংশের সমর্থন পেয়েছেন লিজা। মাত্র ৯ নয় শতাংশ কাউকেই সরাসরি সমর্থন করেননি।

আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করুক বিজেপি, দাবি তুলে ৭৫ ঘণ্টা ধরনা কৃষকদের 

কনজারভেটিভ পার্টির ৯৬১ জন সদস্যের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষায় যাঁরা এখনও সিদ্ধান নেননি কাকে ভোট দেবেন, তাঁরা যদি সকলেই ঋষিকে ভোট দেন তাহলেও তাঁর পক্ষে প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব। বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হবেন তা নির্ধারণের জন্য ভোটের ফলাফল জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর। কিন্তু তার আগেই চলতি মাসে করা দুটি সমীক্ষাই বলছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ঋষিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন লিজা।

Latest article