ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী পদে ঋষির সম্ভাবনাই বেশি

Must read

প্রতিবেদন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) সম্ভাবনা ক্রমেই বাড়ছে। সোমবারই ব্রিটেনের এমপিরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের ঠিক আগেই একান্তে বৈঠক করলেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক। সূত্রের খবর, দু’জনের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। সমঝোতা অনুযায়ী, নতুন মন্ত্রিসভা গঠনের পরে তাঁদের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবেন। অন্যজন পাবেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব। তবে ঋষি ও বরিস দু’জনেই চাইছেন দলের এমপিরা যেন একমত হয়ে একজনকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেন। সেক্ষেত্রে বরিসের তুলনায় অনেকটাই এগিয়ে ঋষি। রবিবার সকালেই প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিয়েছেন ঋষি। প্রধানমন্ত্রী হতে চাইলেও বরিস এখনও মনোনয়ন জমা দেননি। তাই মনে করা হচ্ছে, বরিস নন ঋষি ব্রিটেনের (Rishi Sunak) নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন।

আরও পড়ুন: ইতিহাসে জিনপিং

সোমবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভোট দিয়ে দলের এমপিরা প্রধানমন্ত্রীকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। সেখানে যদি একমাত্র ব্যক্তি হিসাবে কোনও পদপ্রার্থী ১০০ জনের বেশি এমপির সমর্থন পান, তাহলে তাঁকেই প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। সেই লড়াইয়ে ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে ভারতের জামাই ঋষি। কমপক্ষে ১২৮ জন এমপি তাঁকেই সমর্থন করার কথা জানিয়েছেন।

Latest article