রিষড়ায় শুরু জগদ্ধাত্রী পুজো

Must read

প্রতিবেদন : চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে প্রথা মেনে শুরু হল রিষড়ার জগদ্ধাত্রী উৎসব। শনিবার রাত থেকেই রিষড়ার বিভিন্ন প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে দর্শনার্থীদের আনাগোনা। রবিবার সন্ধে হতেই জনজোয়ার আছড়ে পড়ে বিভিন্ন পুজো মণ্ডপে। যদিও মাঝেমধ্যে হালকা ও মাঝারি বৃষ্টি উৎসবের তাল কাটে। তবুও দমানো যায়নি উৎসবপ্রিয় জনতাকে। এবছর রিষড়া স্টেশনের পূর্ব এবং পশ্চিম প্রান্ত মিলিয়ে প্রায় একশোর মতো পুজো হয়েছে। আগামী তিনদিন প্রতিমা থাকবে মণ্ডপে। এ নিয়ে রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান,

আরও পড়ুন : প্রস্তুত শিক্ষাপ্রতিষ্ঠান

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুরসভার পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক জায়গায় মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে রিষড়া পুলিশের পক্ষ থেকে এই চারদিন যাতে আইনশৃঙ্খলা সুরক্ষিত থাকে তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা তিনটের পর থেকে শহরের প্রবেশপথে ‘নো এন্ট্রি’ বোর্ড লাগানো হয়েছে। টোটো, অটো বা গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় পুলিশের সহায়তা কেন্দ্র করা হয়েছে। কোনওরকম সমস্যার সম্মুখীন হলে পুলিশের সাহায্য নিতে পারেন দর্শনার্থীরা। সব মিলিয়ে আগামী তিনদিন রিষড়া শহর মেতে থাকবে জগদ্ধাত্রী আরাধনায়।

Latest article