বাড়ছে দৈনিক সংক্রমণ, আশঙ্কা চতুর্থ ঢেউয়ের

যা বৃহস্পতিবার থেকে ৪০০০ বেশি। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার মানুষ। একই অবস্থা কেরল ও রাজধানী দিল্লির।

Must read

প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দেশে ফের বাড়তে শুরু করেছে করোনার দৈনিক সংক্রমণ। যেভাবে দৈনিক সংক্রমণ বাড়ছে তাতে অনেকেই করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন।

আরও পড়ুন-উদ্বেগজনক অসমের বন্যা পরিস্থিতি, মৃত বেড়ে ১১৭

যা বৃহস্পতিবার থেকে ৪০০০ বেশি। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ হাজার মানুষ। একই অবস্থা কেরল ও রাজধানী দিল্লির। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনা পজিটিভিটির হারও। শুক্রবার সকাল পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ২৮৪ জন। অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ০.২০ শতাংশ। তবে বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমেছে মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ১৩ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩০২৯ জন।

Latest article