সংবাদদাতা, হাওড়া : বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা! বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে না পেরে এভাবে বাংলার সঙ্গে ষড়যন্ত্র শুরু করেছে। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিতে হাওড়া (সদর) আইএনটিটিইউসির উদ্যোগে হাওড়া ময়দানে আয়োজিত সভায় এভাবেই কেন্দ্রকে বিঁধলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ও সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata banerjee)। সমাবেশে ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া (সদর) তৃণমূল সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরি, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, অরবিন্দ দাস, হাওড়ার মুখ্য পুর-প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, যুবনেতা কৈলাস মিশ্র, কল্যাণ ঘোষ, সীতানাথ ঘোষ প্রমুখ। এদিন ঋতব্রত (Ritabrata banerjee) বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ধরে ধরে পাঠানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। ধরানো হচ্ছে এনআরসির নোটিশ। আসলে রাজনৈতিক লড়াইয়ের বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে উঠছে না। সে কারণেই বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা শুরু করেছে। দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনও অবদান নেই, সেই বিজেপি-আরএসএসকে এটা মানায় না! ঋতব্রতর সংযোজন, এই বাঙালি-বিদ্বেষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছেন। ২০২৬-এর ভোটে বিজেপিকে পর্যদুস্ত করে ওদের যোগ্য জবাব দিতে হবে। এবার একুশে জুলাই ধর্মতলায় অগণিত মানুষের জমায়েত হবে। ভিড়ের নিরিখে আগের সমস্ত রেকর্ড এবার টপকে যাবে।
আরও পড়ুন-পড়ুয়াদের বিনামূল্যে এইচপিভি টিকা