সার-বিতর্কে জঙ্গিপুরে প্রস্তুতি বৈঠক, বিজেপিকে তুলোধোনা ঋতর

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : জঙ্গিপুরে সার-ইস্যুতে বিশেষ বৈঠক হল বৃহস্পতিবার। আর সেই মঞ্চ থেকে এই বিষয়ে বিজেপিকে নিশানা করলেন সাংসদ ও আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে এসাইআর সংক্রান্ত বিশেষ বৈঠকের পাশাপাশি আগামী ৪ ডিসেম্বর বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। সাংসদ ঋতব্রত (Ritabrata Banerjee) বিজেপিকে তুলোধোনা করে বলেন, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে বারবার রাজনীতি ও ভ্রান্ত তথ্যের মাধ্যমে বিপথগামী করার চেষ্টা করছে ওরা। রাজ্যের উন্নয়ন থামিয়ে দেওয়াই ওদের লক্ষ্য। সার নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। রাজ্য সরকার জনকল্যাণ, শিল্প ও বিনিয়োগের ওপর জোর দিচ্ছে। মানুষের স্বার্থরক্ষায় যা যা করার, রাজ্য সবই করবে। ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক জাকির হোসেন, জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা-সহ জেলার অন্যান্য বিধায়ক ও নেতৃত্ব।

আরও পড়ুন-শুধু অনলাইনে তোলা যাবে নাম

Latest article