তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
আগরতলা : নজিরবিহীন হুমকি। গত কয়েকদিন ধরে ত্রিপুরায় বিজেপির গুন্ডারাজ ও পুলিশরাজ চলার পর এবার বিজেপি বিধায়কের প্রকাশ্য ডাক : ‘‘তৃণমূলের নেতারা এলেই বিমানবন্দরে তাঁদের উপর তালিবানি কায়দায় আক্রমণ করুন।’’ দলের সভায় সর্বসমক্ষে এই হুমকি দিয়ে হামলার নির্দেশ বিধায়কের। আর তারপর যেন আরও সক্রিয় হয়ে উঠেছে বিজেপির গুন্ডাবাহিনী।
আরও পড়ুন: তালিবান আতঙ্কেই দুই ভাই ঝুলেছিলেন চাকায়
প্রাক্তন সাংসদ ও আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বিজেপির ভয়ে ঘর দিতে চায়নি একাধিক হোটেল। শেষমেশ কোনওক্রমে একটি হোটেল পান তিনি। সকালে সেটিও ছেড়ে দিতে হয়। তিনি যান দলের নেতা সুবল ভৌমিকের বাড়ি। সেখানে বিপুল সংখ্যক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
ঋতব্রত বলেন, ‘‘ফ্যাসিবাদী আচরণ করছে বিজেপি। তবে এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। রাজ্যে তৃণমূল সরকার হবেই।’’
এদিকে তৃণমূল নেতা ও আইনজীবী বিশ্বজিৎ দেবকে খুঁজতে সারারাত তাঁর হোটেল ঘিরে রেখেছিল বাইকবাহিনী এবং বিজেপির মারমুখী কর্মীরা। হোটেল কর্তৃপক্ষ কোনওরকমে সামাল দেন। মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎবাবুকে বৃহস্পতিবার সকালে পিছনের দরজা দিয়ে বার করতে হয়। পরে তিনি এবং ঋতব্রত বলেন, ‘‘হোটেল ঘিরে সন্ত্রাস অভাবনীয়।’’
এদিকে সুবল ভৌমিক, আশিসলাল সিংরা বলেন, ‘‘হামলা এবং মামলার রাজনীতি উড়িয়ে বহু মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন।’’ এদিন অমরপুর, মোহনপুর, বিলোনিয়া, প্রতাপগড় থেকে একাধিক দলের অনেকে যোগ দেন তৃণমূল কংগ্রেসে । কারণ ত্রিপুরার মানুষ তৃণমূলকেই বিকল্প হিসেবে দেখছেন।
আরও পড়ুন: অশান্ত কাবুল দাপাচ্ছে, তালিবান দেশ ছাড়তে মরিয়া আফগানরা ফেসবুক বার্তা ঘানির
অন্যদিকে এরই মধ্যে বিজেপির সুদীপ রায়বর্মনের পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে। বিপ্লব দেবকে সরিয়ে সুদীপকে মুখ্যমন্ত্রী করার কথা চলছিল। সুদীপশিবির আশায় দিন গুনছিলেন। কিন্তু দিল্লি ঘুরে এসে বিপ্লব দেব বুঝিয়ে দেন তিনি এখন পদ হারাচ্ছেন না। এই পরিস্থিতিতে সুদীপবাবুর পোস্ট নতুন জল্পনা ছড়িয়েছে। ফের বড় কোন্দলের আশঙ্কায় বিজেপি। তাদের একাধিক নেতা-নেত্রী ইতিমধ্যেই নিজেদের মানসিকতা প্রকাশ করতে শুরু করেছেন। দলীয় সূত্রের খবর, ত্রিপুরায় বিজেপি কর্মীরাও দলে দলে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…