প্রতিবেদন : চটের বদলে শস্য মজুত প্লাস্টিকের ব্যাগে! পাটশিল্প ও শিল্পীদের চূড়ান্ত ক্ষতির মুখে ফেলতে কেন্দ্রের তুঘলকি ফরমান। কেন্দ্রের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-এর নির্দেশিকা, বিভিন্ন রাজ্যে খাদ্যশস্য মজুত করা হবে প্লাস্টিকের ব্যাগে। তার জন্য ৯.২২ লক্ষ বেল (এক বেল=৫০০ ব্যাগ) প্লাস্টিক ব্যাগ বরাদ্দ-বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে যেখানে গোটা বিশ্ব জুড়ে প্লাস্টিক-বর্জনের আওয়াজ উঠেছে, সেখানে কেন্দ্রের এই চক্রান্তকারী নির্দেশে পাটশিল্পও কার্যত ধ্বংসের মুখে। পাটশিল্পের এই দুর্দশা নিয়ে কেন্দ্রের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata banerjee)। এফসিআই-এর নির্দেশিকায় পাটশিল্প ও পাটশিল্পীরা কতটা ক্ষতিগ্রস্ত হবেন, চিঠির মাধ্যমে তুলে ধরেছেন ঋতব্রত (Ritabrata banerjee)। এর আগেও পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি। সাংসদের দাবি, কাঁচাপাট সংক্রান্ত স্থিতিশীল পরিস্থিতির কথা ঘোষণা করুক কেন্দ্র।
আরও পড়ুন- এতই বাংলাবিদ্বেষ বিজেপির! মোহনবাগান ও ইস্টবেঙ্গল উচ্চারণেও বিকৃতি মন্ত্রীর

