সংবাদদাতা, জঙ্গিপুর : ২২-এর পর ২৫। মাত্র তিনদিনের ব্যবধান। গত শনিবার বড়ঞায় গদ্দারের পরিবর্তন সংকল্পসভার পাল্টা মঙ্গলবার সেখানেই বিশাল সভা করল তৃণমূল। এসআইআর ইস্যুতে প্রতিবাদসভায় মুখ্য বক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি-র (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, বিজেপিকে ২৬-এ শূন্য করব।
আরও পড়ুন-পাল্টা মিছিল-সমাবেশে বিজেপিকে তোপ অরূপের
বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারও চ্যালেঞ্জ ছোঁড়েন গদ্দারের দিকে। বলেন, ২০২১-এ কংগ্রেস আর সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে। ২০২৬-এ ধর্ম নিরপেক্ষতার পক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুর্শিদাবাদের উন্নয়নের জন্যে, বড়ঞার উন্নয়নের জন্য, মুর্শিদাবাদের ২২টি আসনেও ওদের মহাশূন্যে পাঠিয়ে দিতে চাই। সমস্ত অপপ্রচার আর কুৎসা নিয়ে বিজেপি বিদায় নেবে৷

