সংবাদদাতা, কাঁথি : মৎস্যজীবী দিবস উপলক্ষে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপি এসআইআর-এর নামে আতঙ্ক ছড়াচ্ছে। জ্ঞানেশকুমার, মোদি, শাহ সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন। তবে ওরা যেটা নিয়ে বেশি চিন্তিত, তা হল আসন সংখ্যা ৩০ পেরোবে কিনা।
আরও পড়ুন-শতবর্ষে সলিল
বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির মতো পিছনের দরজা দিয়ে বাংলার মাটিতে বিজেপি ঢুকতে পারবে না। শুক্রবার বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষে কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ন ও পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির তরফে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই মৎস্যজীবীদের সামাজিক সুরক্ষার কথা তুলে ধরার পাশাপাশি বিজেপিকে তুলোধোনা করেন ঋতব্রত। সভায় ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিক, জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, মৎস্যজীবী সংগঠনের নেতা আমিন সোহেল প্রমুখ।

