শ্রমিক ইউনিয়ন নির্বাচনীসভা পাশে থাকার বার্তা ঋতব্রতর

Must read

সংবাদদাতা, হলদিয়া : কয়েকদিন আগেই হলদিয়ার একাধিক কারখানায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এরপর শুরু হল ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া। ১০ তারিখ হলদিয়ার টাটা স্টিল লিমিটেডের হুগলি মেট কোক ডিভিশনের আইএনটিটিইউসি অনুমোদিত প্রগতিশীল এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন। তার আগে নির্বাচনী সাধারণসভায় অংশ নিলেন তৃণমূল সাংসদ তথা রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। আগামীদিনে শ্রমিকদের স্বার্থে বেশ কয়েক দফা দাবিও এদিন তুলে ধরেন ঋতব্রত। মূলত আগামীদিনে শ্রমিকদের জন্য সময়সীমা অপরিবর্তিত রেখে উন্নততর বেতন কাঠামো তৈরি, অবসরকালীন চিকিৎসা ব্যবস্থা চালুর কথাও বলা হয়। পাশাপাশি ৩-৪ বার বেতনকাঠামো বৃদ্ধি, নতুন প্রজন্মের চাকুরি সুনিশ্চিত-সহ অসমাপ্ত হাউসিং কো-অপারেটিভ গঠনের কথাও বলা হয়। ঋতব্রত (Ritabrata Banerjee) বলেন, ‘আমরা শ্রমিকদের স্বার্থে সবসময় তাঁদের পাশে রয়েছি। তাঁদের বিভিন্ন দাবি নিয়ে আমরা লড়ছি।’

আরও পড়ুন-উদাসীন বিএসএফ, রাজ্য প্রশাসনের চাপে অপহৃত কৃষককে ফেরাল বাংলাদেশ

Latest article