প্রতিবেদন : বাংলাভাষাকে বাংলাদেশিভাষা বলেছে অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। আর তার পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর (Amit Malviya) দাবি, বাংলা বলে নাকি কোনও ভাষাই নেই! এর বিরোধিতায় গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ তথা সারা দেশ। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সমাজের সবস্তরের মানুষ এই মন্তব্যের প্রতিবাদে সরব হন।
আরও পড়ুন-প্রকল্প করা যাবে মুখ্যমন্ত্রীদের নামে, জানাল সুপ্রিম কোর্ট
এই নিয়ে অমিত মালব্যকে তীব্র কটাক্ষ করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। নিজের ফেসবুক পেজে মালপোয়া থেকে মালটা (লেবু) একের পর এক খোঁচা দিয়েছে অ্যাডভোকেট অচিন্ত্য আইচ।
বাংলাভাষার অপমানের তীব্র প্রতিবাদ করে ঋত্বিক লেখেন, ‘আমরা সবাই জানি অমিত মালপোয়া বলে কেউ নেই। আবার মালটা বলে একটা লেবু আছে যেটা বেশি কচলালে তিতা হয় কিনা জানি না। এদিকে, অমিত মালব্য বলে একজন নাকি আছে। তার ব-এ য ফলাটা সবাই নিজের কাছে জমা রাখুক তাহলে শুধু মালটা পড়ে থাকবে।’ বিজেপিকে নিশানা করে তীব্র চিমটি কাটেন ঋত্বিক চক্রবর্তী।