সংবাদদাতা, আলিপুরদুয়ার : জয়গাঁওয়ের অর্থনীতিকে বাঁচাতে আসরে নামল জয়গাঁও ডেভলপমেন্ট অথরিটি। পর্যটনের খনি হিসেবে পরিচিত ডুয়ার্স তথা আলিপুরদুয়ার জেলা। এমনকী এই জেলার সূচনা লগ্নে স্বয়ং মুখ্যমন্ত্রী এই জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা করেছিলেন। পাহাড়, খরস্রোতা নদী, সবুজ অরণ্য, সুন্দরী চা- বাগান, বন্যপ্রাণ ছাড়াও আরও অনেক কিছু এই জেলার পর্যটনকে পরিচিতি দিয়েছে দেশ ছাড়িয়ে বিশ্বের আঙিনায়।
আরও পড়ুন-শিলাবৃষ্টিতে ক্ষতি ত্রাণ নিয়ে প্রশাসন
এবার সেই জেলারই জয়গাঁওকে কেন্দ্র করে শুরু হতে চলেছে অ্যাভেঞ্চার স্পোর্টস রিভার র্যাফটিং। যার হাত ধরে জয়গাঁওতে পর্যটকদের আকর্ষিত করতে চলেছে জেডিএ। জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘‘পরীক্ষামূলকভাবে এই রিভার র্যাফটিং করা হল। এটি পুরোপুরি চালু হলে পর্যটন মানচিত্রে জয়গাঁওয়ের নতুন অধ্যায় যোগ হবে। যা জয়গাঁওয়ের ধাক্কা খাওয়া অর্থনৈতিক পরিবেশকে কিছুটা হলেও সামাল দেবে।’’