ঝাড়খণ্ডের (Jharkhand) বোকারোতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। এদিনের ঘটনায় আহত তিনজন। শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের দান্তু গ্রামের কাছে বোকারো-রামগড় জাতীয় সড়কের উপর একটি ট্রাক্টর ও ট্রেলার প্রথমে দুর্ঘটনার কবলে পড়ে। এরপরেই ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টর ও ট্রেলারে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। মোট আটজন যাত্রী সেই গাড়িতে ছিলেন।
আরও পড়ুন-বিজেপি রাজ্যে দুর্গামন্দিরের ভিতরে কিশোরীকে গণ.ধর্ষণ, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। গোটা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এমন এক দুর্ঘটনা ঘটতে পারে সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ ছিলেন কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জখমদের মধ্যে একজন মহিলা ও নাবালিকা রয়েছে বলে খবর। মৃতদের পরিচয় যদিও এখনও জানা যায় নি।