জঙ্গলমহলে উদ্বোধন হল রাস্তা ও জলপ্রকল্পের

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বুধবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের ছোটোঝরিয়া গ্রামে ঢালাই রাস্তা ও পানীয় জলের পাম্পের উদ্বোধন হল। নির্বাচনী প্রতিশ্রুতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের তত্ত্বাবধানে এই দুই প্রকল্পের কাজ শুরু হয়ে শেষও হয় সম্প্রতি। কয়েকদিন আগে এই প্রকল্প দুটির শিলান্যাস করেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দুটি প্রকল্প রূপায়ণের মধ্যে প্রত্যন্ত গ্রাম ছোটঝরিয়ায় ঢালাই রাস্তা নির্মাণে খরচ হয়েছে প্রায় সাড়ে ৪৪ লক্ষ টাকা এবং ছোটোঝরিয়া শীতলা মন্দির প্রাঙ্গণে পানীয় জলের পাম্প নির্মাণে খরচ হয়েছে ১২ লক্ষ টাকার বেশি। বুধবার দুটি প্রকল্পেরই উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণা পানিভারিয়া, পঞ্চায়েত সমিতির সদস্যা তাপসী তরাই, পঞ্চায়েত সদস্য-সহ অন্যরা। উদ্বোধনের পর জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি বলেন, এর ফলে নয়াগ্রাম ব্লকের ছোটোঝরিয়া এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন।
এই দুটি প্রকল্প রূপায়ণের জন্য ঝাড়গ্রাম (Jhargram) জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এলাকার নির্বাচিত জেলা পরিষদের সদস্য তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহুর একান্ত প্রচেষ্টায় দুটি প্রকল্পের কাজ দ্রুত শেষ হয়েছে জঙ্গলমহলের গ্রামে।

আরও পড়ুন- বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ন্যায়বিচার পাননি বিকৃত যৌনতার শিকার মহিলা

Latest article