১০ নম্বর জাতীয় সড়কের (National Highway) একটি অংশ ধসে ভেঙে পড়েছে আর তার ফলেই এবার রংপো থেকে আন্ধেরি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বাংলার সঙ্গে সংযোগকারী এই রাস্তা ব্যবহার করে যাতায়াত এই মুহূর্তে রীতিমত বিপজ্জনক হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে বিপদে পড়েছেন পর্যটকরা। সিকিম থেকে অন্ধেরিগামী ১০ নম্বর জাতীয় সড়কের রাস্তা রংপো চেকপোস্ট থেকে ৫০০ মিটার দূরত্বে রয়েছে। রাস্তা এভাবে বন্ধ হওয়ায় বাংলা থেকে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। লাগাতার বৃষ্টি এবং ধসের ফলে কালিম্পঙের সেলফি ধারা ভিউপয়েন্টের রাস্তা ভেঙে গিয়েছে। যদিও এর মধ্যেই সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আপাতত বিকল্প রাস্তায় ঘোরানো হচ্ছে গাড়ি।
আরও পড়ুন-মহরম উপলক্ষ্যে ভোর থেকেই তৎপর কলকাতা পুলিশ, বার্তা মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ১০ নম্বং জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গাড়ি যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে খবর, রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। রেলের জেসিবি মেশিন ব্যবহার করা হচ্ছে। আগামী দু’থেকে তিনদিনের মধ্যে রাস্তা খোলার চেষ্টা করা হচ্ছে। বিকল্প রাস্তা হিসেবে আলগাড়-লাভা হয়ে সিকিমে যাতায়াত চলছিল। কিছুদিনের জন্য প্রশাসনের তরফে বিকল্প রুটটিও বন্ধ করে দেওয়া হয়। ফলে সিকিম দেশের মূল ভূখণ্ড থেকে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই মুহূর্তে। পরিস্থিতির বশবর্তী হয়ে দ্বিগুণ ভাড়া চাইছেন গাড়ি চালকরা। যদিও সিকিম এবং কালিম্পং থেকে লাভা হয়ে শিলিগুড়ি যাওয়ার বিকল্প রাস্তাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত।