সংবাদদাতা, মালদহ : পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে জুড়ে তৈরি হয়েছে একাধিক রাস্তা। রাজ্য সড়কগুলিও ঝাঁ-চকচকে। বাংলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়ার যোগাযোগ ব্যবস্থার ভোল বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে সর্বস্তরেই অবহেলা আর বঞ্চনা করেই চলেছে। তারই অন্যতম উদাহরণ মালদহ ৩৪ নং জাতীয় সড়কের বাইপাস। পুরো রাস্তাটাই কেন্দ্রের উদাসীনতায় ডুবে রয়েছে ঘন অন্ধকারে। হুঁশ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরে BJP ছাড়ল হাজার নেতা-কর্মী
ফলে ঘটে চলেছে নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা। পুরাতন মালদহ ব্লকের নতুন বাইপাসের মঙ্গলবাড়ি ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট জাপুর, সুজাপুর, নিত্যানন্দপুর, মাধাইপুর, রসিলাদহ, বেহুলা রোড কলোনি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের এলাকা এমন অন্ধকারে ডুবে থাকে যে ওই এলাকাগুলিতে সন্ধে হলেই পথচারী ও গ্রামবাসীদের কার্যত প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা। সুজাপুরের মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, অবিলম্বে বাইপাসের যেসব অঞ্চল অন্ধকার থাকে সেখানে পথবাতি বসানোর দাবি জানাচ্ছি।