উত্তরবঙ্গে ক্লাবের নামে রাস্তার প্রস্তাব, খেলবে কন্যাশ্রী কাপেও, দায়িত্ব নিয়েই একগুচ্ছ কর্মসূচি দেবাশিসের

এখন থেকে শুধু আইএসএল নয়, কলকাতা লিগ, আইএফএ শিল্ড, কন্যাশ্রী কাপ-সহ দেশের প্রায় সব টুর্নামেন্টে মোহনবাগান অংশ নেবে।

Must read

প্রতিবেদন : বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোহনবাগান তাঁবুতে সেটাও সম্পন্ন হল। শতাব্দীপ্রাচীন ক্লাবের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত। মোহনবাগান ক্লাবের নির্বাচনী পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় এদিন মোট ২২ জনের কমিটির নাম ঘোষণা করে দেন। এর মধ্যে ১১ জন পদাধিকারী এবং বাকি ১১ জন কর্মসমিতির সদস্য। যেহেতু শাসক দলের সচিব পদপ্রার্থী-সহ এগারো জন পদাধিকারীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়েছেন সবাই।
অনুষ্ঠানে দেবাশিস দত্ত নিজের হাতে নতুন প্যানেলের প্রত্যেক সদস্যকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন।

আরও পড়ুন-অবসরের পর বার্টি, অপেক্ষা করুন, জীবনে অনেক কিছু করার আছে

এদিকে, সচিব পদের দায়িত্ব গ্রহণের পর দেবাশিস জানিয়েছেন, শুধু ফুটবল নয়, আবার সব ধরনের খেলা তিনি ক্লাবে ফিরিয়ে আনতে চান। তাঁর বক্তব্য, ‘‘মোহনবাগান আবার হকি খেলবে। সারা বছরের জন্য অ্যাথলেটিক্স টিম গড়া হবে। ক্লাব এবং রাজ্যস্তরের বিভিন্ন টুর্নামেন্টে এই দল অংশগ্রহণ করবে। ক্লাবে টেনিসও ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব।’’ তিনি আরও জানান, শিলিগুডি়র মেয়র গৌতম দেবের সঙ্গে বুধবারই উত্তরবঙ্গের একটি রাস্তার নাম মোহনবাগানের নামে করা নিয়ে তাঁর আলোচনা হয়েছে।

আরও পড়ুন-কেকেআরকে ট্রফি দিতে চান ভেঙ্কটেশ

দেবাশিস আরও জানান, আগামী মাসে এটিকে মোহনবাগানের এএফসি কাপের খেলা রয়েছে। তার আগে ক্লাবের জিমে নতুন সরঞ্জাম বসানো হবে। ফলে রয় কৃষ্ণরা সল্টলেকে প্র্যাকটিস করলেও, জিম করবেন ক্লাবে। পাশাপাশি এপ্রিল মাসে হকি লিগ শেষ হওয়ার পর, মোহনবাগান মাঠ খুঁড়ে ফেলে ঢেলে সংস্কার করা হবে। যাতে অদূর ভবিষ্যতে এটিকে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিসও ক্লাবের মাঠে হয়।’’

আরও পড়ুন-শেষ ম্যাচে জিততে হবে মিতালিদের, ভেস্তে গেল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

তিনি আরও বলেন, এখন থেকে শুধু আইএসএল নয়, কলকাতা লিগ, আইএফএ শিল্ড, কন্যাশ্রী কাপ-সহ দেশের প্রায় সব টুর্নামেন্টে মোহনবাগান অংশ নেবে। দেবাশিস জানিয়েছেন, ক্লাবের সমর্থকদের মধ্যে মোহনবাগানের নামের আগে এটিকের নাম বসানো নিয়ে যে ক্ষোভ রয়েছে, তা নিয়েও তিনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন। আগামী ৩০ মার্চ নতুন কমিটির প্রথম সভা। সেখানেই সবার সঙ্গে আলোচনা করে নতুন সভাপতি এবং সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে বলে এদিন আরও জানান দেবাশিস। তিনি আরও জানান, একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বারাসতে অত্যাধুনিক পরিকাঠামোর একটি অ্যাকাডেমি চালু করবে মোহনবাগান।

Latest article