রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ। সামনেই জন্মাষ্টমী। সেই উপলক্ষে চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে ভক্তদের ঢল নামবে। ভক্তদের যাতাযাতে যাতে কোন সমস্যা না হয় সেই জন্য রাস্তা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে বলেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে। সেইমত এলাকা পরিদর্শন করে রাস্তা মেরামত করার প্রস্তুতি নেন সভাধিপতি। সোমবার থেকে সেই কাজ শুরু হল দেগঙ্গায়। এদিনও কাজ পরিদর্শনে যান জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও দেগঙার ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ।
আরও পড়ুন-মেয়েরা নিরাপদ থাকতে চাইলে নির্জনে যেন না যায় মোটেই
এই প্রসঙ্গে নারায়ণ গোস্বামী জানান, ”মুখ্যমন্ত্রী আমাকে ফোনে নির্দেশ দিয়েছিলেন পূর্ণার্থীদের মন্দিরে যেতে যাতে কোন ধরনের সমস্যা না হয় সেদিকে নজর দিতে। পাশাপাশি রাস্তা সংস্কারের। তাঁর নির্দেশ মত প্রথমে এলাকা পরিদর্শন করি। সেইমত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতির উদ্যোগ নেওয়া হয় এদিন থেকে সেইসব রাস্তা মেরামতির কাজ শুরু হল।”
আরও পড়ুন-মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের ব্যাকরণ
আনিসুর রহমান জানান, জন্মাষ্টমীর কয়েকদিন লক্ষ লক্ষ ভক্তরা চাকলা ও কচুয়া লোকনাথ মন্দিরে জল ঢালতে যান। তারা পায়ে হেঁটে জল ঢালতে আসেন। খারাপ রাস্তায় খালি পায়ে হাঁটতে ভক্তদের কষ্ট হবে, সেকথা ভেবেই মানবিক মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছিলেন। আজ থেকে সেই কাজ শুরু হল। কাজে যাতে কোন ক্ষামতি না থাকে তারই তদারকি করতে এদিন যাওয়া হয়। রাস্তার কাজ শুরু হওয়াতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দুই লোকনাথ মন্দির কতৃপক্ষ।