সংবাদদাতা, শিলিগুড়ি: পড়ুয়াদের পথ নিরাপত্তার পাঠ দিতে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন। সোমবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে ‘রোড সেফটি’ নিয়ে হল সচেতনতার র্যালি। সাতটি হাই স্কুলের পড়ুয়ারা এই র্যালিতে যোগ দেয়। ছিলেন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্যরা।
আরও পড়ুন- নেই শীতের দাপট, কুয়াশায় বিঘ্ন ট্রেন-উড়ান পরিষেবায়
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তার বিষয় নিয়ে সচেতন করা হয়। এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, সচেতনতা কর্মসূচি জারি থাকবে। বিভন্ন স্কুলে এই শিবির হবে। উল্লেখ্য, প্রশাসনের উদ্যোগে ২০১৬ সাল থেকে এই কর্মসূচি শুরু হয়। তারপর থেকেই নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি চলছে। জেলাশাসক প্রীতি গোয়েল জানান, ১৬-১৮ বছরের বাচ্চাদেরকে নিয়ে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। পরবর্তীতে তারা যখন বাহন নিয়ে চলাচল করবে তারা যাতে ট্রাফিক সিগন্যাল সমন্ধে সচেতন হয় সে কারণে তাদের এই আয়োজন। পাহাড়ের ঠান্ডা হওয়ার জন্য এই মুহূর্তে স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। স্কুল খুললে তাদের নিয়েও ট্রাফিক সিগন্যাল নিয়ে সচেতনতার আয়োজন করা হবে। বিভিন্ন স্কুলের বাস গুলি যাতে বেপরোয়া ভাবে যাতায়াত না করে তার কথা মাথায় রেখো ব্যবস্থা নেওয়া হচ্ছে।