ভোট পর্ব শেষ হয়েছে। এবার রোড ট্যাক্স (Road tax) আদায়ের ক্ষেত্রে পরিবর্তন আনল রাজ্য সরকার (state government)। পরিবর্তন কার্যকর করা হল ভোট মেটার পরেই। সোমবার থেকে ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স আদায়ের সময়সীমায় বদল করা হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিলে সই করেছেন রাজ্যপাল। বাংলার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রোড ট্যাক্স আদায়ের সময়সীমায় বদল করার ঘোষণা আগেই করেছিলেন। বিধানসভাতে পেশ করা হয়েছিল বিল। সেই বিল পাশও হয়। ভোট শেষ হতেই এবার সেই বিলে সই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবশেষে কার্যকর হয়ে গিয়েছে নয়া নিয়ম।
আরও পড়ুন-পাটুলীতে নাবালিকাকে টেনে হিঁচড়ে নিয়ে চাকায় পিষল সবজির ভ্যান
সোমবার থেকেই ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির রোড ট্যাক্স আদায়ের সময়সীমায় বদল এসেছে। নতুন নিয়ম অনুসারে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে এককালীন ১৫ বছরের কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এককালীন পাঁচ বছরের জন্য রোড ট্যাক্স নেওয়া হত। যে গাড়িতে ৯০০ সিসি ক্ষমতার ইঞ্জিন রয়েছে, সে সব গাড়ির মূল্যের ৭.৫ শতাংশ অথবা ৩০ হাজার টাকা, যেটা বেশি রোড ট্যাক্স বাবদ সেটা দিতে হবে । ৯০০ থেকে ১৪৯০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ১৪৯০ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে ৬০ হাজার টাকা দিতে হবে। ২০০০ সিসি-র গাড়ির ক্ষেত্রে ৭৫ হাজার টাকা ধার্য করা হয়েছে।
আরও পড়ুন-নতুন সেনা প্রধানের পদে দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এককালীন তিন, পাঁচ এবং দশ বছরের জন্য রোড ট্যাক্স মেটানোর সুযোগ থাকবে। সরকারের তরফে জানান হয়েছে ছয় টন পর্যন্ত ওজনের যাত্রীবাহী বা পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে এককালীন তিন বছরের কর মেটালে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাঁচ বছরের কর মেটালে ৩০ শতাংশ এবং দশ বছরের পথকর মেটালে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।