ফের কলকাতায় একাকী বৃদ্ধার বাড়িতে ডাকাতি। লুঠ ১৫ হাজার টাকার নগদ ও বড় অঙ্কের গয়না। কলকাতার অন্যতম ব্যস্ত সেন্ট্রাল অ্যাভিনিউ-এ এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে বড়তলার থানার পুলিশ (Police)।
আরও পড়ুন- আনন্দ পরিণত হল শোকে! মন্দিরে হাতির আক্রমণের ভয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ বৃদ্ধের
৩২৬/এ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পরিচারিকা ও কেয়ারটেকারের ভরসায় থাকেন ৬৬ বছরের মধুরিমা মৈত্র। তাঁর কন্যারা সবাই থাকেন রাজ্যের বাইরে। মাস দেড়েক আগে এয়ারপোর্টে পড়ে গিয়ে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। তখন থেকেই তিনি শয্যাশায়ী। বাড়ির পরিচারিকা সন্ধ্যা দাস পুলিশকে জানান, নীচে থেকে কেয়ার টেকার কলিং বেল বাজাতেই তিনি রিমোর্ট কন্ট্রোলে দরজা খুলে দেন। অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র নিয়ে দোতলায় হাজির হয় দুই দুষ্কৃতী। প্রৌঢ়ার মাথায় বন্দুক ঠেকিয়ে দুষ্কৃতীরা নগদ কয়েক লক্ষ টাকা এবং সোনার গয়না লুঠ করে চম্পট দেয় তারা।
ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের অপরাধ দমন শাখা এবং বটতলা থানার পুলিশ (Police)। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নজরে পরিচারিকা ও কেয়ারটেকারের ভূমিকা।