সল্টলেকে গভীররাতে বাড়ির মেন গেটের তালা ভেঙে ভয়াবহ ডাকাতি

বুধবার মধ্যরাতে সল্টলেক (Saltlake) জিসি ব্লকে মেন গেটের তালা ভেঙে ডাকাতি হয়।

Must read

বুধবার মধ্যরাতে সল্টলেক (Saltlake) জিসি ব্লকে একটি বাড়ির মেন গেটের তালা ভেঙে ডাকাতি হয়। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোটা বাড়ি সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল তাই সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, সল্টলেকের জিসি ব্লকের এই ১৮৪ নম্বর বাড়ির বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়ির নীচের তলায় একটি অফিস চলে। বুধবার রাতে পাঁচজনের একটি ডাকাতদল ওই অফিসেই ডাকাতি করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অফিসের কেউ ঘটনায় জড়িত রয়েছে কিনা, তদন্তে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-সাম্প্রদায়িক উস্কানি রোধ করতে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ

সল্টলেক দক্ষিণ থানা এলাকার এই বাড়ির সামনে বুধবার রাতে পুলিশের টহলদারি ভ্যানের নজরে আসে এলাকায় নম্বরবিহীন স্কুটি এবং বাইকে করে পাঁচজন যাচ্ছে। পুলিশের টহলদারি ভ্যান তাদের পিছু করে কিন্তু অবস্থা বুঝতে পেরে দুষ্কৃতীরা পুলিশকে আক্রমণ করতে আগ্নেয়াস্ত্র দেখায়। এরপরেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরেই জিসি ব্লকে ডাকাতির খবর আসে।

Latest article