প্রতিবেদন : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবারে গড়ফায়। ৩ মাস আগে মৃত্যু হয়েছিল সংগ্রাম দে নামে এক ব্যক্তির। বয়স আনুমানিক ৭০। কিন্তু সেই মৃতদেহের সৎকার না করে এতদিন ধরে আগলে রেখেছিলেন তাঁর ছেলে কৌশিক দে। খবর পেয়ে আচমকাই তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করা হয় বৃদ্ধের কঙ্কাল। ছেলেকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সংগ্রাম দে কাজ করতেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে ভুগছেন পক্ষাঘাতে। স্ত্রী-ছেলেকে নিয়ে তিনি থাকতেন প্রিন্স আনোয়ার শাহ রোডে গাঙ্গুলিপুকুরের বাড়িতে।
আরও পড়ুন : BREAKING : রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধকারে ডুবে দিল্লির সাউথ এভিনিউ
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন ধরেই ভাল যাচ্ছিল না সংগ্রাম দের শরীর। মাসকয়েক তাঁকে দেখাও যাচ্ছিল না। তাঁর ছেলেকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কোনও সদুত্তর মেলেনি। স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে। খবর দেওয়া হয় পুলিশে। সোমবার দরজা খুলে ঘরে ঢুকে পুলিশ তো হতবাক। বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধর কঙ্কাল। পাশে শুয়ে রয়েছেন পক্ষাঘাতগ্রস্ত স্ত্রী। বাবার দেহ আগলে রেখেছেন বছর চল্লিশের কৌশিক। বৃদ্ধের স্ত্রীর দাবি, তাঁর ছেলের বিশ্বাস, মৃতদেহ এভাবে আগলে রাখলে একদিন অবশ্যই প্রাণ ফিরে আসবে বাবার। পুলিশ কৌশিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর মানসিক অসঙ্গতি রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।