প্রতিবেদন: এক ডার্বি জয়ের দু’সপ্তাহের মধ্যে আরও এক ডার্বি খেলতে হবে। ইস্টবেঙ্গল মঙ্গলবারই সুপার কাপের ভেনুতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে, আইএফএ শিল্ড জয়ের পর দু’দিন ছুটি কাটিয়ে এদিনই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সুপার কাপের প্রস্তুতি শুরু করে মোহনবাগান। বুধবার কলকাতায় অনুশীলন করে পরের বৃহস্পতিবার দুপুরে সুপার কাপে খেলতে গোয়া রওনা হবে জোসে মোলিনার দল। মোলিনার দলের ব্রাজিলীয় তারকা রবসন রোবিনহো প্রস্তুতি শেষে জানিয়ে দিলেন, সুপার কাপে আরও একটি ডার্বির জন্য তিনি তৈরি।
আরও পড়ুন-দীপাবলির বোনাস অমিল, ক্ষোভে টোলপ্লাজায় কর্মবিরতি যোগীরাজ্যে
আগামী ৩১ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে দুই প্রধান ফের মুখোমুখি হচ্ছে। প্রতিযোগিতায় একই গ্রুপে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বিই ঠিক করে দিতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোন দল সরাসরি নক আউটে খেলার ছাড়পত্র পাবে। রবসন বললেন, শিল্ডের আগে একশো শতাংশ ফিট ছিলাম না। কিন্তু পরপর তিনটি ম্যাচ খেলে আমি ফিটনেসের দিক থেকে ভাল জায়গায়। অনুশীলনে লড়াই করছি দলে জায়গা পাওয়ার জন্য এবং দলকে সাহায্য করার জন্য। সেটা গোল করেই হোক বা অ্যাসিস্ট করে। চেষ্টা করব গ্রুপ পর্ব থেকে নক আউটে যাওয়ার। সতীর্থরা সাহায্য করছে। আমিও বেশ স্বচ্ছন্দ। ডার্বিতে চোখ রবসনের। তিনি বলেন, খুব কঠিন ম্যাচ। কিন্তু আমাদের ভাল সুযোগ। আমাদের ভাল খেলোয়াড় এবং কোচ রয়েছে। ক্লাব আমাদের পাশে রয়েছে। সব ম্যাচই জিততে চাই। ইস্টবেঙ্গল কোচ অস্কারের অধীনে বাংলাদেশের বসুন্ধরা কিংসে চার মরশুম খেলেছেন রবসন। শিল্ড ফাইনালের আগে ও পরে ব্রাজিলীয়কে শুভেচ্ছা জানিয়েছেন অস্কার।