চাঁদে রকেট হানা!

কক্ষপথ থেকে সরে গিয়ে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে একটি রকেট। খুব শীঘ্রই সেই রকেট আছড়ে পড়তে চলেছে চাঁদের মাটিতে।

Must read

কক্ষপথ থেকে সরে গিয়ে মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে একটি রকেট। খুব শীঘ্রই সেই রকেট আছড়ে পড়তে চলেছে চাঁদের মাটিতে। শুধু তাই নয়, এতে চাঁদের কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের অনুমান, সাত বছর আগে চিন যে চন্দ্র অভিযান চালিয়েছিল এই রকেট তারই অংশ। যদিও বেজিং স্পষ্ট জানিয়েছে, এই রকেট তাদের নয়।

আরও পড়ুন-ভরতুকি ছাঁটাই

বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব সম্ভবত ৪ মার্চ চাঁদের মাটিতে আছড়ে পড়বে এই রকেট। ২০১৪ সালে চিনের মহাকাশ সংস্থা যে চন্দ্রাভিযান করেছিল তাতে ব্যবহৃত বুস্টারই হল এই রকেট। যদিও বেজিংয়ের দাবি, বুস্টার হিসাবে ব্যবহৃত রকেটটি অনেক আগেই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়েছিল। সেই রকেটকে অনেক আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। চিন ইতিমধ্যেই চন্দ্রাভিযানের বিষয়ে বড়মাপের প্রস্তুতি নিয়েছে। এমনকী, গবেষণার জন্য তারা কৃত্রিম চাঁদও তৈরি করে ফেলেছে।

Latest article