বিনোদন

রকি আর রানির প্রেম কাহিনি

‘গল্লি বয়’-এর পর ফের রণবীর, আলিয়া ভাট জুটি বাঁধলেন। বেশ চর্চিত ছবি ছিল ‘গল্লি বয়’। মুম্বইয়ের বস্তির ছেলে মুরাদ (রণবীর সিং) কেমনভাবে সব প্রতিকূল পরিস্থিতি জয় করে একজন বিখ্যাত র্যা পার হয়ে উঠবে সেই নিয়ে তৈরি হয়েছিল ছবিটি। জোয়া আখতারের এই ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষার ছবির বিভাগে মনোনয়ন পেলেও পরবর্তীতে আর সেরা দশে জায়গা করতে পারেনি। কিন্তু নিজের দেশে জিতে নিয়েছিল অনেক পুরস্কার। রণবীর-আলিয়া দুজনেই পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীর সম্মান।
‘গল্লি বয়’ মুক্তির সালটা ছিল ২০১৯। ঠিক তিনবছর পর বস্তির ছেলে মুরাদ শেখ থেকে সোজা বড়লোকের বখে যাওয়া বিলাসী ছেলে রকি রন্ধাওয়ার চরিত্রে রণবীর সিং এবং মুসলিমকন্যা সফিনা আলি থেকে ঝকঝকে বঙ্গললনা রানি চ্যাটার্জির চরিত্রে আলিয়া ভাট। ছবির নাম ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। পরিচালক করণ জোহরের বহু প্রতীক্ষিত ব্লকবাস্টার এই মুভি রিলিজ করছে আজকে।

রণবীর-আলিয়ার সেই ক্যারিসম্যাটিক স্ক্রিন প্রেজেন্স কী আবার নতুন করে উসকে দেবে দর্শকদের? অনেকেই মনে করছেন এই ছবিটাকে হাইট দেবার পেছনে নায়ক-নায়িকার কেমিস্ট্রির চেয়েও জোরালো জায়গা রাখে পরিচালক করণ জোহরের দক্ষতা এবং জমকালো ফিল্মি প্যাকেজ। তাঁর সেই চিরাচরিত পরিবার আর প্রেমের সেন্টিমেন্ট। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর প্রায় ন’বছর পর তিনি পূর্ণ দৈর্ঘ্যের ছবি পরিচালনা করলেন। করণের ছবি মানেই রয়্যাল প্রেজেন্টেশন। কাহিনি, চিত্রনাট্য থেকে সিনেমাটোগ্রাফি, কাস্টিং থেকে কস্টিউম— সব কিছুতেই চমক থাকে। এই ছবিও তাঁর ব্যতিক্রম নয়। নবীন এবং প্রবীণের মিশেল, দুর্দান্ত কাস্টিং, চিত্রনাট্য, সংলাপ— সবমিলিয়ে এক রাজসিক আয়োজন।
রণবীর-আলিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি আলাদা করে বলে দিতে হয় না।
করণ-রণবীর-আলিয়ার ত্রিভুজ ম্যাজিক এই ছবিতে দেখতে পাওয়া যাবে। ‘রকি ওউর রানি কী প্রেম কাহানি’তে (Rocky Aur Rani Kii Prem Kahaani) বহুবছর পর স্ক্রিন শেয়ার করবেন ধর্মেন্দ্র এবং জয়া বচ্চন। আদ্যোপান্ত প্রেমের এই ছবির বাঙালি দর্শকরা নিশ্চিত আবেগে ভাসবেন আলিয়া ভাটকে এক বঙ্গললনার চরিত্রে দেখে। চট্টোপাধ্যায় পরিবার এবং রণধাওয়া পরিবারের টক্করের প্রেক্ষাপটে পুরোদস্তুর ফ্যামিলি ড্রামা আর ‘ইশকওয়ালা লাভ’-এর মিশেলে তৈরি এই ছবির গল্পে রণবীর সিং একটি বিত্তশালী পাঞ্জাবি পরিবারের বখে যাওয়া, প্রায় অশিক্ষিত ছেলের ভূমিকায় রয়েছেন, যার অনস্ক্রিন নাম রকি। বিলাসিতায় ডুবে থাকা সেই রকি ‘কলিগ’ শব্দেরও মানে জানে না। এটা নিয়ে নেটিজেনরা একটা সময় শোরগোল তুলেছিলেন। রণবীরকে এতটা অশিক্ষিত দেখতে তাঁরা নারাজ ছিলেন। অপরদিকে, অভিজাত বাঙালি পরিবারের মেয়ে শিক্ষিতা সুন্দরী রানি চ্যাটার্জি পেশায় সাংবাদিক। এহেন রকি আর রানি ঘটনাচক্রে একে অপরের প্রেমে পড়ে। দুজনের চরিত্র হোক বা পারিবারিক অবস্থান, রুচি হোক বা মানসিকতা, সবকিছুতেই বিস্তর ফারাক। দুই বিপরীত মেরুতে বাস করে রকি আর রানি। স্বাভাবিকভাবেই পরিবার মেনে নেয় না এই সম্পর্ক। এমতাবস্থায় দুজনে ঠিক করে, বিয়ের সিদ্ধান্ত নেবার আগে একে অপরের পরিবারে গিয়ে তিনমাস কাটাবেন তাঁরা। বাঙালি পরিবারে এসে খুব ভাল নম্বর পেল না রকি৷ কারণ সে রবি ঠাকুরকে জানে না, পড়াশোনাতেও খুব একটা ভাল নয় সে৷ অন্যদিকে, রকির ঠাকুমা যিনি মোটেই চান না বং গার্ল রানির সঙ্গে নাতির বিয়েটা হোক। তাহলে বিয়েটা কী হবে? কোন দিকে মোড় নেবে রকি আর রানির প্রেমকাহানি? তা জানতেই দর্শক আজ হলমুখী হবে। সেই উদ্দীপনা দর্শকদের মধ্যে থাকুক সিনেমার শেষ পর্যন্ত।

আরও পড়ুন- সেনা অভ্যুত্থান এবার আফ্রিকার নাইজারে, বন্দি দেশের প্রেসিডেন্ট

ছবিতে অভিনয় করেছেন তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। রণবীর কাপুর আর আলিয়া ভাট ছাড়াও আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, কর্মভীর চৌধুরী, অমৃতা পুরী, অরিজিৎ তানেজা, হর্ষ লিম্বাচিয়া টলিউডের টোটা রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলি প্রমুখ। রকির দাদুর ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র এবং ঠাকুমার চরিত্রে জয়া বচ্চন। এই ছবিতে জয়া রয়েছেন টিপিক্যাল নেগেটিভ চরিত্রে। অপরদিকে রানির মা এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী এবং টোটা। রানির ঠাকুমার চরিত্রে রয়েছেন শাবানা আজমি।
শোনা গেছে ছবির বেশ কিছু সংলাপের কথা অশ্লীল বলে মনে হওয়াতে সংলাপগুলিতে পরিবর্তনের নির্দেশ দিয়েছিল সিবিএফসি কর্তৃপক্ষ। ‘রকি ওউর রানি কী প্রেম কাহানি’র গল্প লিখেছেন ঈশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায়। প্রযোজনায় ধর্মা প্রোডাকশন এবং ভায়াকম এইটটিন স্টুডিও। সিনেমাটোগ্রাফিতে মানুষ নন্দন। সংগীত পরিচালনায় প্রীতম। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, জোনিতা গান্ধী। সবচেয়ে বড় চমক এই ছবিতে গান গেয়েছেন স্বয়ং রণবীর সিং। এই ছবির ‘হোয়াট ঝুমকা’ গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং জোনিতা গান্ধী। ‘তুম কেয়া মিলে’ গানটি গেয়েছেন অরিজিৎ, শ্রেয়া জুটি। ছবির টিজার থেকে ট্রেলার সবটা দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন ‘কভি খুশি কভি গম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি অলবিদা না কহেনা’র ম্যাজিককে এক করে রকি-রানির প্রেমের গল্পে মিশিয়েছেন পরিচালক করণ জোহর। কিন্তু আসলে ঠিক কী, সেই কথা বলবে ছবি। যার ঠিকঠাক রিভিউ পেতে আর একটা দিন অপেক্ষা করতে হবে। কারণ আজই ছবির শুভমুক্তি।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago