লুসান: প্রায় একবছর আগে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলেছিলেন। সেই শেষ। তারপর আর কোর্টে নামেননি রজার ফেডেরার (Roger Federer)। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও ফেডেরার টেনিসের বাইরে। এই নিয়ে তৃতীয়বার অস্ত্রোপচার হয়েছে ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকার। বিশ্ব ক্রমপর্যায়ে নেমে গিয়েছেন ৫০-এ। ২২ বছরের লম্বা কেরিয়ারে যা আগে কখনও হয়নি।
ফেডেরার (Roger Federer) সুইস ব্রডকাস্টার এসআরএফ-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি এখন চার সন্তানের সঙ্গে খেলে সময় কাটাচ্ছেন। কিন্তু এটা বুঝতে পারছেন যে, সেরে উঠতে অনেক সময় লাগছে। তবু সেপ্টেম্বরে লন্ডনে লেভার কাপে ফিরতে চান। কিন্তু ততদিনে তাঁর ৪১ বছর পূর্ণ হয়ে যাবে।
“আগস্টের শেষে আমার অস্ত্রোপচার হয়েছে। লোকে জানতে চাইছে কী অবস্থা। আমি বলেছি সময় লাগবে।” বলেছেন কিংবদন্তি তারকা। বর্তমানে সপ্তাহে ৫-৬ দিন জিমে যান। জোর দিচ্ছেন ফিজিক্যাল কন্ডিশনিংয়ের উপর। কিন্তু বেশি ধকল নিতে চান না। ফেডেরারের কথায়, ‘পরিস্থিতির উন্নতি হলেও আমাকে ধৈর্য রাখতে হবে।’
আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে থাকায় শাস্তি রুশ বাহিনীর, তিন বিদেশি সেনাকে মৃত্যুদণ্ডের ঘোষণা
লেভার কাপের পর কী, তার একটা রূপরেখা সাজিয়েছেন ফেডেরার। তিনি নিজের শহর বাসেলের টুর্নামেন্টে অংশ নিতে চান। যা হবে ২৪-৩০ অক্টোবর। ফেডেরার ২০২০-তে ছ’টি ও ২০২১-এ তেরোটি টুর্নামেন্টে খেলেছেন। ২০২২-এ একটিও নয়। লেভার কাপের দিকে তাই আকুল আগ্রহে তাকিয়ে ভক্তরা।