জুরিখ, ২২ অগাস্ট : প্র্যাকটিসে ফিরলেন রজার ফেডেরার (Roger Federer)। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করতেই ফ্যানেদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। তাঁরা বলছেন, ‘দ্য কিং ইজ ব্যাক’।
গতবছর উইম্বলডনে হারের পর থেকে আর কোর্টে দেখা যায়নি সুইস তারকাকে। হাঁটুতে পরপর অস্ত্রোপচার হয়েছে তাঁর। এজন্য এক বছরেরও বেশি সময় টেনিসের বাইরে কাটিয়েছেন। বারবার শোনা গিয়েছে এবার ফিরছেন। কিন্তু বাস্তবে তা হয়নি।
৪১ বছরের টেনিস তারকাকে ভিডিওতে কয়েকটি শট মারতে দেখা গিয়েছে। পিছনে শোনা গিয়েছে মিউজিকের আওয়াজ। এক ঘণ্টায় এক লক্ষেরও বেশি লাইক পড়ে যায়। কেউ লেখেন, ‘দ্য কিং ইজ ব্যাক’। কেউ লিখেছেন, ‘মিস ইউ সো মাচ’। এমনও লেখা হয়েছে, ‘গুড টু সি ইউ ব্যাক অন কোর্ট’। ইমোজি দিয়েচেন টেনিস তারকা স্ট্যান ওয়ারিঙ্কাও।
আরও পড়ুন: লক্ষ্যরা এগোলেন বিশ্ব ব্যাডমিন্টন
লেভার কাপে টিম ইউরোপের হয়ে খেলতে দেখা যাবে ফেডেরারকে (Roger Federer)। তাঁর সঙ্গে খেলবেন নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। ২০০৩ থেকে এই চারজনই টেনিস দুনিয়া শাসন করেছেন। ৭৬টি গ্র্যান্ড স্লাম ইভেন্টের মধ্যে জিতেছেন ৬৬টি। তিন দিনের এই টুর্নামেন্ট হবে ২৩-২৫ সেপ্টেম্বর।