প্রতিবেদন : ফের একবার দেশের অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। ৩০ সেপ্টেম্বর দেশের অ্যাটর্নি জেনারেল পদে বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে কেকে বেণুগোপালের। এবার সেই পদে নিযুক্ত হতে পারেন রোহতগি। ১ অক্টোবর তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নিতে পারেন। এর আগেও ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি।
আরও পড়ুন-যুদ্ধে আর্মেনিয়া, আজারবাইজান, মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে
১৯৯৯ সালে বাজপেয়ী সরকারের আমলে অতিরিক্ত সলিসিটর জেনারেল পদেও দায়িত্ব সামলেছিলেন রোহতগি। ২০১৭ সাল থেকে অ্যাটর্নি জেনারেল পদের দায়িত্ব সামলাচ্ছেন বেণুগোপাল। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বরের পর আর অ্যাটর্নি জেনারেল পদে থাকতে চান না। ২০১৭ সালে রোহাতগি অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ায় ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেণুগোপাল। ২০২০ সালে এই পদে তাঁর ৩ বছরের মেয়াদ শেষ হয়। সেই সময় ৯১ বছরের এই দুঁদে আইনজ্ঞ নিজের বয়সের কারণে এই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের তাঁকে এজির পদে থেকে যাওয়ার অনুরোধ করে। এবার তাঁরই স্থলাভিষিক্ত হচ্ছেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি।