সিডনি, ২৬ জানুয়ারি : ক্রিকেট মাঠে দু’জনের লড়াই সুবিদিত। কিন্তু নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলিকে অভিনন্দন জানাতে ভুললেন না স্টিভ স্মিথ। তিনি বলেছেন, বিরাট গত ছ-সাত বছরে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।
ইনস্টাগ্রামে ফ্যানদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে বসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। যাঁকে সম্প্রতি প্যাট কামিন্সের সহ অধিনায়ক করা হয়েছিল অ্যাসেজ সিরিজে। অনুষ্ঠানে স্টিভকে এক ফ্যান বিরাটের নেতৃত্ব ছেড়ে দেওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। স্মিথ তখন বলেন, ‘‘প্রথমেই বিরাটকে অভিনন্দন জানাতে চাই। ও গত ছ-সাত বছরে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছে। দারুণ কাজ করেছে বিরাট।”
আরও পড়ুন-গৃহবন্দিত্ব কাটিয়ে লক্ষ্মীলাভ গৃহবধূর
এরপর স্মিথ বিরাটোত্তর যুগের নতুন অধিনায়কের প্রসঙ্গও তুলে আনেন। কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক? এটা নিয়ে এখন জল্পনা চলছে। স্মিথ বলেন, ‘‘আমার মনে হয় অধিনায়ক হওয়ার ব্যাপারে
এখন রোহিত আর কে এল (রাহুল) ফেভারিট।”
অধিনায়ক হিসেবে বিরাট সাত বছর ধরে দেশকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টি টেস্টে। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর তিনি নেতৃত্ব ছেড়ে দেন। যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। এদিকে, বাইশ গজে বেশ কয়েকবার পরস্পরকে একহাত নিয়েছেন বিরাট ও স্মিথ। তবে বিরাট নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর স্মিথ তাঁর দিকে সৌজন্যের বার্তা দিয়েছেন। যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের
পছন্দ হয়েছে।