দুবাই, ২৩ অগাস্ট : এশিয়া কাপের ২২ গজে বল গড়ানোর আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। করোনায় আক্রান্ত কোচ রাহুল দ্রাবিড়। ফলে মঙ্গলবার কোহিত শর্মা, বিরাট কোহলিরা দুবাই পৌঁছে গেলেও, দলের সঙ্গে যেতে পারেননি দ্রাবিড়। ফলে কোচকে ছাড়াই যেতে হয়েছে ভারতীয় দলকে। এদিন মরুশহরে পা রাখার পর দ্রুত টিম হোটেলে ঢুকে যান ভারতীয় ক্রিকেটাররা। বিরাটের সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকাও।ইডেনে তিনটি ম্যাচ
আরও পড়ুন-মানহানির মামলা
বোর্ড সূত্রের খবর, মঙ্গলবার রাতেই জিম্বাবোয়ে থেকে সরাসরি দুবাই পৌঁছে যাবেন কে এল রাহুল, দীপক হুডা, আবেশ খানরা। ২৭ অক্টোবর আমিরশাহিত শুরু হবে এশিয়া কাপ। পরের দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন রোহিতরা। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের সদস্যদের নিয়মমাফিক কোভিড টেস্ট করা হয়েছিল। সেখানেই দ্রাবিড়ের সংক্রমণ ধরা পড়েছে। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, দ্রাবিড় আপাতত কয়েকটা দিন নিভৃতাবাসে থাকবেন। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পরেই তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন-সুনীল-কৃষ্ণদের দাপুটে জয়
এদিকে, জিম্বাবোয়ে সফরে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। দল নিয়ে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। বোর্ড সূত্রের খবর, বৃহস্পতিবার দ্রাবিড়ের কোভিড টেস্ট হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলেই তাঁকে দুবাইয়ে পাঠানো হবে। পাশাপাশি লক্ষ্মণকেও জানিয়ে দেওয়া হয়েছে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। কোনও কারণে দ্রাবিড় ফের পজিটিভ এলে, সেক্ষেত্রে এশিয়া কাপে লক্ষ্মণকেই দায়িত্ব দেওয়া হতে পারে।