গম্ভীর চান, শ্রীলঙ্কায় যেতেও পারেন রোহিত

Must read

মুম্বই, ১৭ জুলাই : গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নির্দেশে ছুটি কাটছাঁট করে শ্রীলঙ্কায় একদিনের সিরিজে খেলতে পারেন রোহিত শর্মা। বুধবার বোর্ডের সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
বিশ্বকাপ জয়ের পর রোহিত, বিরাট কোহলি এবং জসপ্রিত বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়েছিল বিসিসিআই। আইপিএল থেকে বিশ্বকাপ, টানা তিন মাসের ধকল সামলাতে তাঁরাও লম্বা ছুটির আবেদন করেছিলেন। বোর্ড সেটা মেনেও নেয়। তবে নতুন কোচ হয়ে এসে গম্ভীর চাইছেন তাঁর প্রথম সফরে সেরা দল নিয়ে যেতে। পাশাপাশি গম্ভীরের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি, শুধু শ্রীলঙ্কা সিরিজ নয়। নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে এই বিষয়ে গম্ভীর (Gautam Gambhir) বৈঠকও করেছেন বলে খবর।

আরও পড়ুন- দলের স্বার্থে ছেড়েছিলেন পদ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, গম্ভীরের যুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মাত্র ছয়টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে। বাকি তিনটে ম্যাচ আগামী বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। মাঝে বিরতি পাঁচ মাসের। রোহিত, বিরাট যেহেতু টি-২০ ক্রিকেট আর খেলবেন না, তাই ওই গ্যাপে তাঁরা ফের বিশ্রামের সুযোগ পাবেন। এই কারণেই গম্ভীর চাইছেন সিনিয়রদের একদিনের সিরিজে পেতে। গম্ভীরের নির্দেশে ছুটি কাটছাঁট করে আগামী মাসে রোহিত দলের সঙ্গে যোগ দেবেন, এই খবর বোর্ড সূত্রে সামনে এলেও বিরাট এবং বুমরার খেলার সম্ভবনা এখনও নেই।
রোহিত খেললে একদিনের সিরিজে নেতৃত্ব সামলাবেন তিনিই। না খেললে অধিনায়ক হবেন লোকেশ রাহুল। অন্যদিকে, ব্যক্তিগত কারণের জন্য টি-২০ সিরিজ খেলেই দেশে ফিরবেন হার্দিক পান্ডিয়া। বোর্ডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারকা অলরাউন্ডার। শ্রীলঙ্কায় একদিনের সিরিজ চলবে ২ অগাস্ট থেকে ৭ অগাস্ট পর্যন্ত।

Latest article