মুম্বই, ১১ অক্টোবর : তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হতে পারে, কিন্তু ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা নিশ্চিতভাবে খেলবে। ওপেনার হিসাবে নিজের কাজও করবে। বললেন মহম্মদ কাইফ।
২৭৩টি একদিনের ম্যাচ খেলে প্রাক্তন ভারত অধিনায়ক ১১ হাজারের বেশি রান করেছেন। ব্যাটিং গড় ৪৮। সাদা বলের ক্রিকেটে রোহিতের পারফরম্যান্স বরাবর প্রশংসা পেয়েছে। কিন্তু তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর হাওয়ায় গুঞ্জন ছড়িয়েছে বিশ্বকাপেও হয়তো জায়গা হবে না ৩৮ বছরের মহাতারকার। কিন্তু কাইফ নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, দলে একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন রয়েছে। দক্ষিণ আফ্রিকায় একদম তরুণ দল নিয়ে যাওয়া ঠিক হবে না। ওখানে অনেক সময় বাউন্সি উইকেট হয়। বল সিম করে। তাই সব নতুন ছেলেকে নিয়ে গেলে বিপদ হতে পারে।
আরও পড়ুন-পরিস্থিতি ব্যয়সঙ্কুল, কেনাকাটা কমাচ্ছেন ৪০% ভারতীয় গ্রাহক
কাইফ যোগ করেছেন, আমার তাই মনে হয় রোহিতের মতো কাউকে সেখানে দরকার হবে যে উপরে উঠে আসা বলে পুল-কাট মারতে পারবে। রোহিত ওরকম উইকেটে আরও ভাল করবে। ওপেনার হিসাবে এরকম উইকেট ওর সঙ্গে খুব মানিয়ে যায়। সামনে থেকে উঠে আসা বলে রোহিত খুব ভাল খেলে। হালফিলের যত ক্রিকেটারের নাম বলা যায় তাদের সবার মধ্যে রোহিত সবথেকে ভাল রাইজিং বল খেলে। রোহিতের মতোই ২০২৭ বিশ্বকাপের দলে কাইফ বিরাট কোহলিকেও দেখতে চান। তাঁর বক্তব্য হল, ওর রান ও অভিজ্ঞতা দেখুন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে বিরাট-রোহিতের অভিজ্ঞতা দরকার হবে। বিশ্বকাপে একটা-দুটো ম্যাচে দল হারলে ঘুরে দাঁড়াতে হবে। শেষ চারে যাওয়ার মতো চাপের ম্যাচ থাকলে রোহিত-বিরাটের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে।