রোহিতই অধিনায়ক, প্রশ্ন শামিকে নিয়ে, ১২ই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১৩ ফেব্রুয়ারি আট দলের প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে আইসিসি।

Must read

মুম্বই, ৬ জানুয়ারি : শেষ আটটি টেস্ট ম্যাচের মধ্যে ভারত সাতটিতে হেরেছে। গৌতম গম্ভীরের জমানায় ভয়ঙ্কর রেকর্ড ভারতীয় দলের। এই আবহে যাবতীয় নজর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। ১২ জানুয়ারি যার দল নির্বাচন।

আরও পড়ুন-আতঙ্ক ছড়াবেন না, নয়া ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী

সোমবারই অস্ট্রেলিয়া সফর সেরে দেশের উড়ান ধরেছেন সিনিয়র ক্রিকেটাররা। কোচ গম্ভীর অবশ্য আগে থেকেই দল নিয়ে কিছু কথা সেরে ফেলতে পেরেছেন অজিত আগারকরের সঙ্গে। তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন। নির্বাচকদের এবার একসঙ্গে তিনটি দল গড়তে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০, একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রভিশনাল প্রাথমিক দল। সেটা এইজন্য যে, চাইলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন করা যাবে। আইসিসি সেই সুযোগ রেখেছে। জসপ্রীত বুমরাকে রোহিতের সহ-অধিনায়ক করে ১৫ জনের প্রাথমিক দলে রাখা হবে। কিন্তু তিনি টুর্নামেন্টের আগে ফিট হতে পারেন কিনা সেটাও দেখা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১৩ ফেব্রুয়ারি আট দলের প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে আইসিসি।

আরও পড়ুন-পাঁজর ভেঙে বার করা হয় হৃৎপিণ্ড! সাংবাদিক খুনে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে

যা খবর, তাতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সব সদস্য অংশ নেবেন। ব্যতিক্রম শুধু বুমরা। ভারত শেষবার একদিনের ম্যাচ খেলেছে গত অগাস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ায় যত খারাপ ফর্মেই থাকুন না কেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হিসাবে থাকবেন রোহিত ও বিরাট। শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং-রা দলে এলেও সম্ভবত থাকবেন না যশস্বী জয়সওয়াল।
তবে খুব বড় প্রশ্ন রয়েছে মহম্মদ শামিকে নিয়ে। যিনি ফিট হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভালই বল করছেন। কিন্তু তাঁকে নিয়ে দুরকম মত রয়েছে। প্রথমটা হল, বুমরা যেহেতু অনিশ্চিত, পেস আক্রমণের নেতৃত্ব দিতে শামিকে লাগবে। আবার অন্য মত হল, তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে চোট বাড়িয়ে দেওয়া হবে না তো? ইংল্যান্ডের বিরুদ্ধে শামির দলে থাকা না থাকার উপর ব্যাপারটা পরিষ্কার হয়ে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললে তিনি এই সিরিজেও অংশ নেবেন।

Latest article