মুম্বই, ৭ জুলাই : টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে টেস্ট এবং একদিনের ক্রিকেটে আপাতত ভারতের অধিনায়ক থাকছেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরিষ্কার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেটার বোর্ড। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই নেতা হিসাবে দেখছে চাইছেন বোর্ড কর্তারা। রবিবার এই কথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে গিয়ে শেষ পর্যন্ত ভারতীয় দল এই টুর্নামেন্ট খেলবেন কি না, সেটা এখনও পরিষ্কার নয়। তাছাড়া ২০২৫ সালেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বোর্ড সচিবের বক্তব্য, ‘‘টি-২০ বিশ্বকাপ জেতার পর বিসিসিআইয়ের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব। আমরা আত্মবিশ্বাসী, রোহিতের নেতৃত্বে ওই দুটো টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হবে।’’ তাঁর এই কথাতেই স্পষ্ট যে, নেতা রোহিতে পূর্ণ আস্থা রয়েছে বোর্ডের।
আরও পড়ুন: অভিষেকের ব্যাটে প্রত্যাবর্তন
বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বোর্ড সচিব আরও বলেছেন, ‘‘ঐতিহাসিক জয়ের জন্য দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন। বোর্ডের পক্ষ থেকে এই জয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করছি। এক বছরের মধ্যে ভারতীয় দল তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছিল। একদিনের বিশ্বকাপ ফাইনালেও হেরেছে। তবুও এই দলের উপর বোর্ডের পুর্ণ আস্থা ছিল। বিশ্বাস ছিল, টি-২০ বিশ্বকাপ এই দলটাই জিতবে।’’