ঘূর্ণি পিচে রোহিতরা অপ্রতিরোধ্য : সৌরভ

দিল্লি টেস্ট জিতে সরাসরি ইন্দোরে তৃতীয় টেস্ট খেলতে গেলেন না ভারতীয় ক্রিকেটাররা। কারণ তৃতীয় টেস্ট শুরু হতে এখনও সময় রয়েছে

Must read

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : প্রথমে নাগপুর, তারপর দিল্লি। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া। ভারতীয় দলের এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই উচ্ছ্বাস চেপে রাখলেন না।
তিনি বলেন, ‘‘রোহিতদের দিল্লি টেস্ট জয়ে আমি একেবারেই অবাক হইনি। ভারতীয় দলকে অভিনন্দন। ঘূর্ণি পিচে যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যে কোনও পরিস্থিতিতে ভারতীয় দল বল ও ব্যাটিং ভাল করে।’’

আরও পড়ুন-পানশালা বন্ধ, মদ খেতে হবে ঘরে, নয়া আবগারি নীতি মধ্যপ্রদেশে

এদিকে, দিল্লি টেস্ট জিতে সরাসরি ইন্দোরে তৃতীয় টেস্ট খেলতে গেলেন না ভারতীয় ক্রিকেটাররা। কারণ তৃতীয় টেস্ট শুরু হতে এখনও সময় রয়েছে। তাই ক্রিকেটাররা নিজের নিজের বাড়ি চলে গিয়েছেন। পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে আবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। দিল্লি টেস্ট খেলতে গিয়ে বিরাট নিজের গুরুগ্রামের বাড়িতে ছিলেন। সেখানেই আছেন তিনি। রোহিত শর্মা ফিরবেন মুম্বইয়ে। বাকি ক্রিকেটাররাও সোমবার যে যার শহরে ফিরে গিয়েছেন। আপাতত পাঁচদিনের ছুটি তাঁদের।

আরও পড়ুন-মোরবি-বিপর্যয়ে বড় গাফিলতি : রিপোর্ট, পাল্টানো হয়নি জংধরা তার, তাই ছিঁড়ে পড়েছে সেতু

এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘‘দিল্লি টেস্ট তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় ক্রিকেটাররা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১ মার্চ থেকে তৃতীয় টেস্ট শুরু। হাতে অনেকটা সময় আছে। এই সিরিজের পরেই আইপিএল শুরু হবে। তখন আর বাড়ি যাওয়া যাবে না। তাই এই সিদ্ধান্ত। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ২৫ ফেব্রুয়ারি ইন্দোরে জড়ো হবে ক্রিকেটাররা।’’

Latest article