মুম্বই : জয় দিয়েই আইপিএল মরশুম শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। যদিও এই বছরটা দ্রুত ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট। লাস্ট বয় হয়েই টুর্নামেন্ট শেষ করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। হতাশ রোহিতের বক্তব্য, ‘‘টানা আট ম্যাচে হার আমাদের শেষ করে দিল।” মুম্বই অধিনায়কের ব্যাখ্যা, ‘‘টানা আট ম্যাচে হার! এরপর আমাদের ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল। এভাবে টানা হারলে দলের আত্মবিশ্বাসে চিড় ধরতে বাধ্য। তবে টুনামেন্টের দ্বিতীয় অর্ধে আমার নিজেদের পারফরম্যান্সে উন্নতি করেছিলাম। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।”
এহেন শোচনীয় ব্যার্থতার কারণ হিসেবে রোহিতের বক্তব্য, ‘‘এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তবে আমার মতে আমরা একটা দল হিসেবে খেলতে ব্যর্থ হয়েছি। কিছু ম্যাচে বোলাররা ভাল করলে ব্যাটাররা ব্যর্থ হয়েছে। আবার কিছু ম্যাচে ব্যাটাররা রান পেলে উল্টোটা ঘটেছে।” রোহিত আরও বলেন, ‘‘আপনাকে ম্যাচ জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, এই তিন বিভাগেই ধারাবাহিক হতে হবে।”
আরও পড়ুন: আইপিএল নিয়ে জুয়ায় ধৃত ছয়
দলের পাশাপাশি ব্যক্তিগতভাবেও এবারের আইপিএল খুব খারাপ কেটেছে রোহিতের (Mumbai Indians- Rohit Sharma)। ১৪ ম্যাচে ১৯.১৪ গড়ে মাত্র ২৬৮ রান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। রোহিত বলছেন, ‘‘ব্যক্তিগতভাবেও এই মরশুম নিয়ে আমি প্রচণ্ড হতাশ। তবে এমনটা নয় যে এমন ঘটনা আমার সঙ্গে প্রথমবার ঘটল। সামনে প্রচুর ক্রিকেট রয়েছে। তাই আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে। কীভাবে ফর্মে ফিরব, তা নিয়ে ভাবতে হবে। মনে হচ্ছে সামান্য কিছু বদলই আমাকে রানে ফিরিয়ে আনবে।’’ দিল্লির বিরুদ্ধে জয় প্রসঙ্গে রোহিত বলেন, ‘‘ওরা স্কোরবোর্ডে ১৫৯ রান তোলার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। কারণ এই উইকেটে এটা খুব ভাল স্কোর। পিচ মন্থর ছিল। বল ব্যাটে ধীর গতিতে আসছিল। তবে ঈশান ও ব্রেভিসের জুটিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল।”