আমেদাবাদ: সাত বছর ভারতীয় দলের সঙ্গে কাটিয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। সেই কথা টেনে ইন্দোর টেস্টের পর প্রাক্তন বাঁহাতির মন্তব্যকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma- Ravi Shastri)।
ঠিক কী বলেছেন রোহিত? এটাই যে, ‘‘রবি এই ড্রেসিংরুমে কাটিয়ে গিয়েছে। জানে আমরা কী মাইন্ডসেট নিয়ে খেলি। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে যাই না। বরং মাঠে নেমে নির্দয় ক্রিকেট খেলি।”
এরসঙ্গেই তিনি প্রাক্তন হেড কোচের বক্তব্যকে শুধু খণ্ডন করেনি, রাবিশ বা আবর্জনা বলে উড়িয়েও দেন।
ইন্দোরে আড়াই দিনেরও কম সময়ে ভারত হেরে গিয়েছিল। ব্যবধান ছিল ৯ উইকেটের। শাস্ত্রী ম্যাচের পর বলেছিলেন, ভারতীয়রা ওভার কনফিডেন্ট ছিলেন। তাঁর এই অতিরিক্ত আত্মবিশ্বাসের মন্তব্যই চটিয়েছে ভারত অধিনায়ককে। তিনি আগে বলেছিলেন, ইন্দোরের উইকেট তাঁদের সবাইকে অবাক করেছে। এখনও সেটাই দাবি করছেন।
রোহিত (Rohit Sharma- Ravi Shastri) এদিন বলেছেন, ‘‘দুটো টেস্ট জেতার পর কেউ যদি বাইরে থেকে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছি ভাবে, তাহলে সেটাকে রাবিশ বলতে হবে! কারণ, আমরা চার টেস্টেই সেরা ক্রিকেট খেলতে চেয়েছি। মোদ্দা বিষয় এটাই যে, কেউ দুটি টেস্ট জিতেই থামতে চাইনি। তাই যাঁরা বাইরে থেকে এসব বলেন, তাঁরা জানেন না আমাদের ড্রেসিংরুমে কী কথা হয়েছে।”
এরপর রোহিত তাঁদের ড্রেসিংরুমের কথোপকথনের ছবি তুলে ধরে বলেন, তাঁরা নির্দয় ও দয়া-মায়াহীন ক্রিকেটই খেলতে চেয়েছেন। যাতে বিপক্ষ দলকে এক ইঞ্চি জমিও না ছাড়া হয়। কারণ, তাঁরাও বিদেশে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ‘‘কেউ আপনাকে সিরিজে ফেরার জায়গা দেবে না। আমরাও সেই মাইন্ডসেট নিয়ে খেলতে নামছি। আমরা সব ম্যাচ জিততে চাই। এখন কারও যদি বাইরে থেকে অতিরিক্ত আত্মবিশ্বাস বলে মনে হয়, তাতে আমাদের কিছু করার নেই। আমরা একে গুরুত্ব দিচ্ছি না।” বক্তব্য রোহিতের।
আরও পড়ুন: মেসিকে বার্সেলোনায় ফেরানোর উদ্যোগ শুরু