প্রতিবেদন : বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর বিসিসিআই সভাপতি থাকাকালীন কার্যত জোর করেই তিন ফর্ম্যাটের ক্রিকেটে রোহিত শর্মার কাঁধে জাতীয় দলের নেতৃত্বভার তুলে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রোহিত নিজেকে প্রমাণও করেছেন। সাদা বলের ক্রিকেটে মুম্বইকরের নেতৃত্বে ৯ মাসে জোড়া আইসিসি ট্রফি জয় ভারতের। উচ্ছ্বসিত সৌরভ জানিয়ে দিচ্ছেন, সাদা বলে রোহিত সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু লাল বলেও তাঁকে ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব নিতে হবে। টেস্টেও রান করতে হবে এবং পাঁচ দিনের ক্রিকেটে ছবিটা বদলে দিতে হবে।
আরও পড়ুন-রওনা সুনীতাদের, আগামিকাল পৃথিবীতে
সম্প্রতি একটি অনুষ্ঠানে সৌরভ বলেছেন, ‘‘গত ৪-৫ বছরে লাল বলের ক্রিকেটে রোহিতের ফর্ম আমাকে অবাক করেছে। ওর মতো মানের খেলোয়াড় এখনও পর্যন্ত টেস্টে যা করেছে, তার থেকে অনেক ভাল পারফরম্যান্স করার ক্ষমতা রাখে। এবার ওর ভাবনাচিন্তা নিশ্চয় অন্যরকম হবে। ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। অস্ট্রেলিয়া সফরের মতোই আরও একটা কঠিন সিরিজ হতে যাচ্ছে। ইংল্যান্ডে বল সিম, সুইং করবে। ভারতীয় দলের জন্য টেস্টে রোহিতের ব্যাটে রান প্রয়োজন। কিন্তু যদি সাদা বলের ক্রিকেটের কথা বলতে হয়, তাহলে এই ফর্ম্যাটে রোহিত সর্বকালের অন্যতম সেরা।’’
এই প্রসঙ্গে সৌরভ আরও বলেন, ‘‘সাদা বলে রোহিত যেভাবে দলকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে তাতে আমি অবাক নই। জানি না, ও টেস্ট খেলা চালিয়ে যাবে কি না, লাল বলে ছবিটা বদলাতে হলে রোহিতকে ব্যাট হাতেও দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে টেস্টে ভারত ভাল করছে না। ইংল্যান্ডে খুব গুরুত্বপূর্ণ পাঁচ টেস্টের সিরিজ। রোহিতকে ভাল খেলতে হবে এবং দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’’
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…