দিল্লির বিরুদ্ধে আজ নজরে সেই রোহিত

টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্যদিকে, শেষ দুটো ম্যাচ পরপর হেরে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স।

Must read

নয়াদিল্লি, ১২ এপ্রিল : টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। অন্যদিকে, শেষ দুটো ম্যাচ পরপর হেরে প্রবল চাপে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচ খেলে হার্দিক পান্ডিয়ারা জিতেছেন মাত্র একটিতে! এই পরিস্থিতিতে রবিবার দিল্লি ও মুম্বই পরস্পরের মুখোমুখি হচ্ছে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুম্বই শিবিরের রক্তচাপ বাড়াচ্ছে রোহিত শর্মার ফর্ম! ৪ ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৮ রান! যা দলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিকদের ব্যাটেও ধারাবাহিকতার অভাব প্রকট। বিশেষ করে, রোহিতের রান-খরা নিয়ে রীতিমতো অস্বস্তিতে মুম্বই।

আরও পড়ুন-জেতালেন পুরান ও মার্করাম

এদিকে, জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া দিল্লি শিবির। ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন কে এল রাহুল। আগের ম্যাচেই আরসিবির বিরুদ্ধে অপরাজিত ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। তবে রবিবার রাহুলের সামনে বড় চ্যালেঞ্জ জসপ্রীত বুমরা। চোট সারিয়ে আগের ম্যাচেই দীর্ঘদিন পর ২২ গজে ফিরেছেন বুমরা। দল হেরে গেলেও, বল হাতে চেনা ছন্দেই পাওয়া গিয়েছিল অভিজ্ঞ পেসারকে। কোনও উইকেট না পেলেও, চার ওভারে খরচ করেছিলেন মাত্র ২৯ রান। দিল্লির ব্যাটিং লাইনআপকে চাপে ফেলার জন্য বুমরাই যে মুম্বইয়ের সেরা হাতিয়ার, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
পাশাপাশি মুম্বইয়ের ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে তৈরি মিচেল স্টার্ক, কুলদীপ যাদবরা। বাঁ হাতি পেসার স্টার্ক ৯ উইকেট নিয়ে দিল্লির সর্বোচ্চ উইকেট শিকারি। পিছিয়ে নেই কুলদীপও। তাঁর ঝুলিতে রয়েছে ৮ উইকেট। এছাড়া অধিনায়ক অক্ষর প্যাটেল ও তরুণ ভিপরাজ নিগমকে নিয়ে গড়া দিল্লি স্পিন বোলিংয়ে চমৎকার বৈচিত্র রয়েছে।

Latest article