রোহিত-বিরাটরা খেলতেই পারত, দলীপ নিয়ে মঞ্জরেকরের তোপে বুমরাও

এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট কানপুর। যা শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।

Must read

মুম্বই, ২৮ অগাস্ট : আসন্ন দলীপ ট্রফিতে জাতীয় দলের তিন তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই বোর্ড কর্তারা এবং নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সঞ্জয় মঞ্জরেকর মনে করছেন, এই তিন তারকা যথেষ্ট পরিমাণে বিশ্রাম পেয়েছেন। তাই দলীপে খেলতেই পারতেন। বিশেষ করে, সামনেই যখন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে।

আরও পড়ুন-এবছরও জাতীয় শিক্ষা পুরস্কার পাচ্ছেন বাংলার দুই শিক্ষক!

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে মঞ্জরেকর লিখেছেন, ‘‘গত পাঁচ বছরে ভারতীয় ক্রিকেট দল ২৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে রোহিত খেলেছে মাত্র ৫৯ শতাংশ ম্যাচ। বিরাট খেলেছে ৬১ শতাংশ এবং বুমরা মাত্র ৩৪ শতাংশ। আমার মনে এটা বিশ্রামের জন্য পর্যাপ্ত। তাই ওরা তিনজন দলীপ ট্রফিতে খেলতেই পারত।’’ তাঁর বক্তব্য, ‘‘বোর্ডকে বুঝতে হবে, ক্রিকেটাররা যত বিশ্রাম পাবে, ততই ওদের ফিরতে সমস্যা হবে। আমি জানি না কেন নির্বাচক কমিটি ওদেরকে এত বিশ্রাম দিচ্ছে। বাকিরা তো খেলছে। অনেকেই তিন ফরম্যাটে টানা খেলে। তারা যদি দলীপে খেলতে পারে, তাহলে বিরাট, রোহিতরা কেন নয়।’’
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ভারত ‘এ’, ভারত ‘বি’, ভারত ‘সি’ এবং ভারত ‘ডি’— এই চারটি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে। রোহিতদের পাশাপাশি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও দলীপে বিশ্রাম দেওয়া হয়েছে। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা শুরুতে ভারত ‘বি’ দলে থাকলেও, মঙ্গলবারই তাঁকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বোর্ড। জাতীয় দলের আরেক সদস্য মহম্মদ সিরাজ আবার অসুস্থতার জন্য দলীপে খেলছেন না। এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চেন্নাইয়ে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট কানপুর। যা শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।

Latest article