মুম্বই, ২২ এপ্রিল : ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় দুই ম্যাচ উইনারের অফ ফর্ম চলছে। চলতি আইপিএলে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে রান নেই। রোহিত সাতটা ইনিংসে করেছেন মাত্র ১১৪ রান। লজ্জার এক রেকর্ডও গড়ে ফেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indian) অধিনায়ক। আইপিএলে সর্বাধিক ১৪টি শূন্য করেছেন রোহিত। আর কোহলি সাতটি ইনিংসে করেছেন মাত্র ১১৯ রান। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর দুই তারকার পাশে দাঁড়াচ্ছেন। তিনি মনে করছেন, দুই তারকার খারাপ সময় চলছে। এই অফ ফর্ম সাময়িক। দ্রুত বিরাট ও রোহিত বড় রান করবেন। সানি বলেছেন, ‘‘রোহিত সাতটা ইনিংসে বড় স্কোর করতে পারেনি। আমরা সবাই আশা করছি, ও দ্রুত বড় ইনিংস খেলুক। কিন্তু ফর্ম সাধারণত একটা ইনিংস দূরে থাকে। কারণ, ফর্মে ফিরতে মাত্র একটা ইনিংসই লাগে। তাই রোহিতকে নিয়ে উদ্বেগে না থেকে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indian) আশাবাদী থাকতে পারে। আর রোহিত বড় রান পেলে মুম্বইও বড় স্কোর খাড়া করতে পারবে। রোহিত এমন একজন ব্যাটার যে সহজেই ৮০-৯০ করে ফেলতে পারে। তাই মুম্বইয়ের জন্য রোহিতের ফর্ম খুব গুরুত্বপূর্ণ।’’ বিরাটের ক্ষেত্রেও একই কথা বলছেন গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ‘‘কোহলিও একই ভুল করছে। কিছু রান করার পর আউট হচ্ছে। আমার মনে হয়, একটা ইনিংসের ব্যাপার। এক বার ৩০-এর বেশি রান করে ফেললে ওরা ঠিক ছন্দ পেয়ে যাবে। সেখান থেকে বড় স্কোর করে ফেলবে। দু’জনেরই খারাপ সময় যাচ্ছে। রোহিতের অফ ফর্মের জন্য দল বেশি ভুগছে। কোহলির খারাপ ফর্মের প্রভাব অবশ্য দলে বেশি পড়ছে না।”