ইংল্যান্ড সিরিজের মাঝেই সরতে চেয়েছিলেন রোহিত

গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ৩৮ বছরের তারকা ব্যাটারকে নিয়ে নতুন তথ্য সামনে এল।

Must read

মুম্বই, ২০ মে : গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। ৩৮ বছরের তারকা ব্যাটারকে নিয়ে নতুন তথ্য সামনে এল। জানা গিয়েছে, ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজের মাঝপথেই অবসর নিতে চেয়েছিলেন রোহিত। অনেকটা অস্ট্রেলিয়ায় মহেন্দ্র সিং ধোনির স্টাইলে লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার পরিকল্পনা ছিল হিটম্যানের। কিন্তু বোর্ড রোহিতের প্রস্তাব খারিজ করে দেয় বলে খবর। এমনকী বোর্ডের পাল্টা প্রস্তাব পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত টেস্ট ছাড়ার সিদ্ধান্তই নিয়ে ফেলেন রোহিত।
একটি রিপোর্টে বোর্ড সূত্রের দাবিতে নতুন করে চর্চায় রোহিতের টেস্ট অবসর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রোহিত তিন ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ৬৭ টেস্টে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন তিনি। গত বছর টি-২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। শুধুমাত্র ওয়ান ডে ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। কিন্তু ইংল্যান্ড সিরিজটা খেলতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন-উত্তরের উন্নয়নে ঢালাও বরাদ্দ

যা খবর, ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজের মাঝপথে সরে যাওয়ার পরিকল্পনা ছিল রোহিতের। ঠিক যেভাবে ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই টেস্টের পর বিরাট কোহলির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি। কিন্তু রোহিতের এই প্রস্তাব পছন্দ হয়নি নির্বাচকদের। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা সর্বসম্মতিক্রমে স্থায়ী অধিনায়কে আস্থা রাখতে চেয়েছেন। রোহিতকে নাকি বলা হয়, দলের সঙ্গে গেলেও তিনি অধিনায়ক থাকবেন না। নির্বাচকদের মনোভাব বুঝেই টেস্ট থেকে অবসর নিতে বাধ্য হন রোহিত। এর পাঁচদিন পরই ভারত অধিনায়কের দেখানো পথে হেঁটে টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলিও।

আরও পড়ুন-সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটে ভোগান্তি

টেস্ট দলে নেতা রোহিতের উত্তরসূরি নিয়ে দোটানায় রয়েছেন নির্বাচকরা। শুরুতে শুভমন গিল, ঋষভ পন্থের সঙ্গে নেতৃত্বের দৌড়ে ছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু ফিটনেস ইস্যুতে সিরিজে সব টেস্ট খেলতে না পারার আশঙ্কায় নিজেকে নেতৃত্বের দৌড় থেকে সরিয়ে নেন বুমরা। এরপর শুভমন নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে এগিয়ে যান। কারণ, স্বয়ং কোচ গৌতম গম্ভীর তাঁকে চাইছেন বলে সূত্রের খবর। কিন্তু বোর্ডের একটি অংশের নাকি আপত্তি শুভমনে। তাদের দাবি, গিল টেস্ট দলে নিজের জায়গাই এখনও পাকা করতে পারেননি। তাহলে কীভাবে দলকে নেতৃত্ব দেবেন। বুমরা না হলে নেতৃত্বে তাদের পছন্দ পন্থ। রোহিত-বিরাটকে নিয়ে চর্চার মধ্যেই নতুন টেস্ট অধিনায়ক কে হন, সেটাই এখন দেখার।

Latest article