বিশাখাপত্তনম, ১৮ মার্চ : প্রথম একদিনের ম্যাচের জয়ের রেশ কাটার আগেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। রবিবার বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচ। জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত।
ব্যক্তিগত কারণে মুম্বইয়ে খেলেননি রোহিত শর্মা। বিশাখাপত্তনমে অবশ্য তিনি দলে ফিরছেন। ফলে রবিবার রোহিতের নেতৃত্বেই মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা।
আরও পড়ুন-শেষকৃত্য
রোহিত দলে ফেরায় কোপ পড়তে চলেছে ঈশান কিষাণের উপর। মুম্বইয়ে মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন ঈশান। আরেক ব্যর্থ সূর্যকুমার যাদবের (০) উপর অবশ্য
আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ভারতীয় দলে আরও একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
অলরাউন্ডার শার্দূল ঠাকুরের বদলে রবিবার খেলতে পারেন স্পিডস্টার উমরান মালিক। তবে বিশাখাপত্তনমের পিচকে মাথায় রেখে অক্ষর প্যাটেলেরও খেলার সম্ভাবনা জোরালো হচ্ছে।
আরও পড়ুন-ফিরে এসো চড়ুই
এদিকে, আট মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরেই ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। মুম্বইয়ে বল হাতে দু’উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৪৫ রান করেছিলেন জাড্ডু। তিনি বলছেন, ‘‘অনেক দিন পর একদিনের ম্যাচ খেলছি। তাই লক্ষ্য ছিল যতটা দ্রুত সম্ভব মানিয়ে নেওয়া। আমার সৌভাগ্য যে দুটো উইকেট পেয়েছি। ব্যাটিং করার সময় লক্ষ্য ছিল কে এল রাহুলের সঙ্গে জুটি গড়ে ম্যাচ শেষ করে আসা।’’ জাদেজা আরও বলেন, ‘‘আমি এতদিন টেস্ট খেলছিলাম। কিন্তু ওয়ান ডে ক্রিকেটের লাইন ও লেংথ পুরোপুরি আলাদা। বল করার সময় সঠিক লাইন ও লেংথ বজায় রাখতে চেয়েছিলাম। বাকি কাজটা পিচ করে দিয়েছে।’’