ধর্মশালা, ২৫ ফেব্রুয়ারি : রবীন্দ্র জাদেজাকে চারে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত তাঁর। তিন মাস পরে রাজকোটের অলরাউন্ডার ভারতীয় দলে ফিরেছেন। ফিরে প্রথম ম্যাচে চার বলে তিন রান করা ছাড়া একটি উইকেট নিয়েছেন। অধিনায়ক রোহিত জানিয়ে দিলেন, জাদেজা দলে ফেরায় তিনি খুশি।
আরও পড়ুন-ফের সিরিজ জয়ের হাতছানি ভারতের
শ্রীলঙ্কাকে প্রথম টি-২০ ম্যাচে ৬২ রানে হারিয়ে রোহিত বলছিলেন, ‘‘জাদেজা ফেরায় আমি খুশি। আমরা ওর থেকে আরও বেশি চাই বলে উপরে ব্যাট করতে পাঠিয়েছিলাম। সামনের ম্যাচগুলোতে কী হয় এবার দেখুন। আমরা ওকে উপরেই ব্যাট করতে চাই।” রোহিতের আরও দাবি, জাদেজা ব্যাটসম্যান হিসেবে অনেক উন্নতি করেছেন। ‘‘সাদা বলের ক্রিকেটে আমরা ওর থেকে কী চাই, সেই ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা করে নিয়েছি।” আরও বলেন হিটম্যান।
আরও পড়ুন-চুক্তির মধ্যে থেকেও মুখ খুললেন কেন? ঋদ্ধিমানকে শো-কজ করতে পারে বোর্ড
ব্যাটসম্যান ঈশান কিশানেরও প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। তিনি বলেন, ‘‘ওকে আমি অনেকদিন চিনি। জানি কী করতে পারে। উল্টোদিকে দাঁড়িয়ে ঈশানের ব্যাটিং দেখতে ভাল লাগছিল।” লখনউয়ের বিশাল মাঠে খেলে রোহিতের বেশ ভাল লেগেছে। জানিয়ে দেন, বড় মাঠে খেলা তিনি খুব উপভোগ করেন। অস্ট্রেলিয়ার বড় মাঠের কথা টেনে রোহিত বলেন, ওখানে খেলার সময় তাঁদের ফিল্ডিং এখন কত ভাল হয়েছে সেটা বোঝানো যাবে।