মুম্বই, ৭ মার্চ : রোহিত শর্মার ভাগ্য ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির উপর। তিনি নিজে মনে করেন এখনও কিছু ক্রিকেট তাঁর মধ্যে অবশিষ্ট রয়েছে। কিন্তু নেতৃত্ব? ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ এখনই তৈরি করা দরকার। রোহিত কি ততদিন খেলবেন? চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে গোটা বিষয়টি বোর্ড খতিয়ে দেখবে বলে খবর।
আরও পড়ুন-বিস্ফোরণ, ব্যর্থ মাস্কের স্টারশিপ
বিশ্বকাপের কথা মাথায় রেখে আগামী দু-বছরের জন্য পাকাপোক্ত অধিনায়ক চাইছে বোর্ড। অস্ট্রেলিয়া সফরের পর রোহিতের সঙ্গে আগারকর ও গম্ভীরের এটা নিয়ে কথাও হয়েছে। বোর্ড সূত্রের খবর, সেই বৈঠকে রোহিত নিজে মেনে নেন যে, বিশ্বকাপের আগে এখনই নেতৃত্ব নিয়ে ভাবনা সেরে ফেলা উচিত। তবে তিনিই দায়িত্বে থাকতে চান কিনা জানাননি।
সূত্রটি দাবি করেছে যে, রোহিত মনে করেন তাঁর মধ্যে আরও ক্রিকেট বাকি আছে। এটা নিয়ে তিনি পরে ভাববেন। কিন্তু রোহিত যদি খেলা চালিয়ে যান, নেতৃত্বের কী হবে সেটা একটা প্রশ্ন। রোহিত নিজেও মেনে নিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়কের ব্যাপারটা চূড়ান্ত করে ফেলতে হবে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে সব পক্ষের মধ্যে বৈঠক আসন্ন।
আরও পড়ুন-জঙ্গি রুখতে পাকিস্তানিদের ভিসা বন্ধ করতে চান ট্রাম্প
এরসঙ্গে প্লেয়ারদের চুক্তির ব্যাপারটাও রয়েছে। বরাবর যা আইপিএলের আগে সেরে ফেলা হয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এবার সেটা আটকে আছে। শোনা যাচ্ছে, এ প্লাস ক্যাটাগরিতে নতুন করে ভাবনাচিন্তা চলছে। বর্তমানে এই গ্রুপে রয়েছেন রোহিত, বিরাট, বুমরা ও জাদেজা। সাধারণত অল ফর্ম্যাট ক্রিকেটারদের এই ক্যাটাগরিতে রাখা হয়। কিন্তু টি ২০ বিশ্বকাপ জেতার পর ছোট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট ও জাদেজা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে বোর্ড হয়তো এই ত্রয়ীর অবস্থান বদলাতে চাইবে না।
রাহুল, ঋষভ ও অক্ষর এ গ্রুপে চলে আসেন কিনা সেটা দেখার। গতবার শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে শ্রেয়সকে চুক্তিতে রাখা না হলেও এবার তিনি হয়তো ফিরবেন। তবে সবকিছু ঝুলে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আরও পরিষ্কার করে বললে রোহিতের জন্য। বোর্ড সূত্রটির দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত কী সিদ্ধান্ত নেন সেই অপেক্ষায় রয়েছেন তাঁরা। তিনি অবসর নিলে অন্য কথা। না হলে রোহিত যে টি ২০ বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুন নেতৃত্ব দিয়েছেন সেটাও মাথায় রাখা হবে।
২০১৯ বিশ্বকাপের দু’বছর আগে সাদা বলের নেতৃত্ব ছাড়লে অধিনায়ক হন বিরাট। একইভাবে, ২০২৩ বিশ্বকাপের দু’বছর আগে বিরাট নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে এই দায়িত্ব নিয়েছিলেন রোহিত। ফলে ২০২৭ বিশ্বকাপের ঠিক দু-বছর আগে নজর এখন রোহিতের দিকে। কিন্তু দুটো জিনিস এরসঙ্গে ভাবাচ্ছে। শুভমন গিল একদিনের দলের সহ-অধিনায়ক হলেও তাঁকে অধিনায়ক হিসাবে পোক্ত মনে হচ্ছে না অনেকের। আর টেস্টের সহ অধিনায়ক বুমরার ফিটনেসজনিত সমস্যা সর্বজনবিদিত।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…